Advertisement
Advertisement
বিজেপি

বিজেপিতে দলের প্রাক্তন তৃণমূল সভাপতি? জেলা পরিষদ হাতছাড়ার আশঙ্কা

গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের ১৪ জন সদস্য।

TMC may lose South Dinajpur Zilla Parishad as 14 members may join BJP

রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র এবার বালুরঘাট কেন্দ্র থেকে লড়ছেন লোকসভার লড়াইয়ে। নিজস্ব চিত্র।

Published by: Sucheta Sengupta
  • Posted:June 21, 2019 5:13 pm
  • Updated:September 13, 2019 6:56 pm

রাজা দাস, বালুরঘাট: তৃণমূলের হাতছাড়া হতে চলেছে দক্ষিণ দিনাজপুরের জেলা পরিষদ৷ তেমনই ইঙ্গিত মিলছে৷ সূত্রের খবর, জেলার প্রাক্তন তৃণমূল সভাপতি বিপ্লব মিত্র-সহ জেলা পরিষদের ১৪ জন সদস্য এই মুহূর্তে দিল্লিতে৷ শিগগিরই তাঁরা বিজেপি শিবির নাম লেখাতে পারেন বলে রাজধানীর অন্দরে জোর জল্পনা৷দিন কয়েক আগে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতির সঙ্গে গো্পনে বৈঠক করেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের অধিকাংশ সদস্য। তাতেই উসকে উঠেছিল বোর্ড ভাঙার জল্পনা৷ তবে দলে কোণঠাসা হয়ে থাকা প্রাক্তন জেলা সভাপতি ঘর গোছাচ্ছেন বলে মত রাজনৈতিক মহলের।

[আরও পড়ুন: নদীর উপরে কচুরিপানার ‘সেতু’, শোরগোল দক্ষিণ দিনাজপুরের কুশমুণ্ডিতে]

গত পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের ১৮টি আসনেই জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড গঠন করেছিল তৃণমূল। বিরোধীশূন্য এই জেলা পরিষদে সভাধিপতি লিপিকা রায় থেকে শুরু করে অন্যান্য কর্মাধ্যক্ষ ও সদস্যরা সকলেই বিপ্লব মিত্রর অনুগামী বলেই পরিচিত ছিলেন। তাই বিপ্লব মিত্রকে জেলা তৃণমূল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত তাঁরা গোড়া থেকেই মেনে নিতে পারেননি৷ এঁরা বর্তমান তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষ বিরোধী।

Advertisement

সম্প্রতি দলের বর্তমান জেলা সভাপতি অর্পিতা ঘোষের ডাকা বৈঠকে এঁরা যোগও দেননি৷ এদিকে, বিপ্লব মিত্রর সঙ্গে সভাধিপতি লিপিকা রায় এবং অন্যান্যরা নিত্যদিন নিজেদের মধ্যে আলোচনা করছিলেন বলেও সূত্র মারফৎ জানা যাচ্ছিল৷ দলে থেকেও কার্যত অজ্ঞাতবাস নেওয়া বিপ্লব মিত্র প্রয়োজনে  এই সদস্যদের দিয়ে অনাস্থা এনে এসে জেলা পরিষদে তৃণমূলের  বোর্ড ভাঙতে পারেন, সেই জল্পনাও ছিল৷এনিয়ে তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষের প্রতিক্রিয়া ছিল, দলে থেকে এই ধরনের কাজ না করে, দল ছেড়ে দিক এঁরা৷ দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি শুভেন্দু সরকার বলেছিলেন, ‘কে কোথায় বৈঠক করছে বা গোপনে যোগাযোগ করছেন কি না, তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই৷তবে বিপ্লব মিত্র বা তাঁর কোনও অনুগামী বিজেপিতে যোগ দেবেন বলে আমার জানা নেই৷’

Advertisement

[আরও পড়ুন:লরি থেকে ধারাবাহিকভাবে তোলা আদায়, হিলিতে ছাঁটাই সিভিক ভলান্টিয়ার]

এ পর্যন্ত পরিস্থিতি ছিল একরকম৷ কিন্তু শুক্রবার দুপুরেই জানা যায়, বিপ্লব মিত্র-সহ ১৪ জন দিল্লিতে গিয়েছেন৷ তাঁরা বিজেপিতে যোগ দেবেন বলেই জানা যাচ্ছে৷যদি তা হয়, তাহলে একক সংখ্যাগরিষ্ঠতায় পাওয়া দক্ষিণ দিনাজপুরের জেলা পরিষদও হাতছাড়া হচ্ছে তৃণমূলের৷ এবিষয়ে অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি বিপ্লব মিত্র বা তাঁর কোনও অনুগামীর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ