Advertisement
Advertisement

রাতের অন্ধকারে তৃণমূল পার্টি অফিসে আগুন, চাঞ্চল্য নদিয়ায়

ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ স্পষ্ট, অভিযোগ শাসকদলের।

TMC office set ablaze in Nadia

প্রতীকী ছবি

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 30, 2018 2:16 pm
  • Updated:June 30, 2018 2:16 pm

বিপ্লব দত্ত, নদিয়া: শাসকদল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নদিয়ার শান্তিপুরে৷ জানা গিয়েছে, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে আগুন লাগানো হয়েছে পার্টি অফিসে৷ ঘটনায় এখনও স্পষ্ট করে কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়নি৷ তবে ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ রয়েছে বলেই মনে করছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷

[‘বড়ভাই’ লিচুকে পিছনে ফেলে বিদেশের পথে বাংলার আঁশফল]

Advertisement

শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে শান্তিপুরের ঘোড়ালিয়া ২ নম্বর অঞ্চল পার্টি অফিসে৷ সেখানে রাখা থাকত পার্টির বিভিন্ন কাগজপত্র, ব্যানার, ফেস্টুন-সহ সাইকেল ও আসবাবপত্র৷ শনিবার সকালে স্থানীয়রা দেখেন আগুনে কার্যত ভস্মীভূত হয়ে গিয়েছে পার্টি অফিস৷ তাঁদের স্পষ্ট ধারণা হয় যে, শুক্রবার রাতেই এই কাজটি করেছে দুষ্কৃতীরা৷ তবে কারও বিরুদ্ধে এখনও স্পষ্ট কোনও অভিযোগ দায়ের করা হয়নি৷ ঘটনার সঙ্গে যে রাজনৈতিক যোগ রয়েছে এবিষয়ে নিশ্চিত বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ তাদের অনুমান, বিরোধীদের মদতপুষ্ট দুষ্কৃতীরাই এই করেছে৷ অন্যদিকে বিরোধীদের পক্ষ থেকে বলা হচ্ছে ঘটনাটি শাসকদলের গোষ্ঠীসংঘর্ষের ফল৷

Advertisement

[শচীন রাজি হলেও নারাজ সৌরভ, বিপাকে সাফারি পার্ক কর্তৃপক্ষ]

দিন কয়েক আগে একই ভাবে, উলুবেড়িয়ার তুলসীবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামে আক্রান্ত হয়েছিল তৃণমূলের পার্টি অফিস। সেখানেও আগুন ধরানোর অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় অভিযোগ করেছিলেন স্থানীয় নেতৃত্ব। তৃণমূলের অভিযোগ ছিল, ঘটনায় যুক্তরা সম্ভবত পঞ্চায়েত ভোটের সময় নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিল। তৃণমূলের পক্ষ থেকে উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ