শাহাজাদ হোসেন, ফরাক্কা: বর্ধমানের ঝুমা কোঁরার পর এবার মুর্শিদাবাদের (Murshidabad) ছোটন মেহরা। শাসকদলের পঞ্চায়েত প্রধান হয়েও পেটের তাগিদে শাড়ির ব্যবসা শুরু করলেন যুবক। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে সবমহল।
ফরাক্কা ব্লকের বেওয়া ২ নম্বর পঞ্চায়েতের প্রধান ছোটন মেহরা। ২০১৮ সালে কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। তার আগে সংসার চালাতে তেলেভাজা, ঘুঘনি বিক্রি করতেন। সেই সঙ্গে টিউশন পড়াতেন এমএ পাশ ছোটন। পরে ভোটে জিতে গিয়ে প্রধান হন। দল বদলে যোগ দেন তৃণমূলে। কিন্তু প্রধান পদ তো পাঁচবছর। তারপর? স্ত্রী-সন্তানের সঙ্গে সুখে থাকতে অর্থ তো প্রয়োজন। তাই বাড়িতেই শাড়ির ব্যবসা শুরু করলেন ছোটন। প্রতিদিন সকাল ও বিকেলে দোকানেই পাওয়া যায় তাঁকে। মাঝে দুপুরে যান পঞ্চায়েতে। সেই সময়টুকু দোকানের দায়িত্বে থাকেন প্রধানের স্ত্রী।
[আরও পড়ুন: অভিষেক-বীরবাহার কনভয়ে হামলার নেপথ্যে গেরুয়া শিবির! এবার পুলিশের জালে এক BJP কর্মী]
সামনেই পঞ্চায়েত ভোট। টিকিট পাওয়া নিয়ে ভিতরে ভিতরে দ্বন্দ্ব শুরু হয়েগিয়েছে। তবে এসবের মধ্যে থাকতে চান না ছোটন। যদিও এর নেপথ্যে খানিকটা অভিমান। প্রধান জানান, ঘরের তালিকা থেকে নাম বাদ যাওয়ায় এলাকার অনেকেই তাঁকে ভুল বুঝেছিলেন। হামলা করেছিলেন তঁর উপর। সেই কারণেই ফের ভোটে না লড়ার সিদ্ধান্ত। বরং শাড়ির ব্যবসা নিয়েই দিব্যি আছেন প্রধান। প্রসঙ্গত, বর্ধমানের ঝুমা কোঁরাও প্রধান হয়েও পার্লারের কাজ শিখে দোকান খুলেছেন। কারণ, তাঁরও সাফ কথা, পদ তো আজীবনের নয়। উপার্জন তো লাগবেই।