সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এবার পথে নামছে তৃণমূল কংগ্রেস। শনিবার তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় জানিয়ে দিলেন, আগামী বুধবার মোদি সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করছে তৃণমূল।
৮ নভেম্বর রাত ৮ টায় পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারের রাতারাতি নেওয়া এমন পদক্ষেপের তীব্র বিরোধিতা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদির বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেছিলেন, এই সিদ্ধান্তে তীব্র সংকটে পড়ছে সাধারণ মানুষ। এমনকী এই ইস্যুতে দিল্লিতে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তৃণমূল নেত্রীর দেখানো পথেই হাঁটল তাঁর দল।
এদিন মুকুল রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বুধবার অর্থাৎ ২৩ নভেম্বর কলকাতার কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে হাঁটবেন তৃণমূলের বিধায়ক এবং জন প্রতিনিধিরা। দুপুর ১ টায় মিছিল শুরু হবে। প্রতিবাদ আন্দোলনে পা মেলাতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এর পাশাপাশি ২৪ নভেম্বর রাজ্যের বিভিন্ন জেলাতেও হবে প্রতিবাদ মিছিল। ২৫ নভেম্বর প্রতিটি ব্লকে প্রতিবাদ মিছিলে সামিল হবেন রাজ্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা।