Advertisement
Advertisement

Breaking News

কাঁচরাপাড়া

‘মেড ইন চায়না চাণক্য’! কাঁচরাপাড়া পুরসভা পুনর্দখল করে মুকুলকে কটাক্ষ অভিষেকের

ফিরলেন ৯ কাউন্সিলর, হালিশহরের পর কাঁচরাপাড়া পুরসভা পুনর্দখল করল তৃণমূল৷

TMC recaptured Kachrapara Municipality, after 9 councilors re joins
Published by: Tanujit Das
  • Posted:July 13, 2019 5:17 pm
  • Updated:July 13, 2019 7:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হালিশহরের পর কাঁচরাপাড়া পুরসভা পুনরায় দখল করল তৃণমূল। সদ্য বিজেপিতে যোগ দেওয়া ৯ কাউন্সিলর শুক্রবার ফিরে এলেন শাসকদলে। ফলে ২৪ আসন বিশিষ্ট এই পুরসভায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা দাঁড়াল ১৯৷ এদিনের যোগদানের পর ফের একবার বিজেপি নেতা মুকুল রায়কে আক্রমণ শানান যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কটাক্ষের সুরে জানান, ‘‘উনি চাণক্য কিন্তু ‘মেড ইন চায়না’৷ নিজের ঘর সামলাতে পারেন না৷’’

[ আরও পড়ুন: ঝাড়ফুঁকের নাম করে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ধৃত গুণিন ]

Advertisement

Advertisement

এদিনের যোগদান পর্বে প্রথম থেকেই বিজেপির বিরুদ্ধে সরব ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ৷ তিনি অভিযোগ করেন, গায়ের জোরে, ভয় দেখিয়ে কাউন্সিলরদের দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল৷ নির্বাচনী আচরণবিধির সুযোগ নিয়ে তাঁদের পরিবারের সদস্যদের উপর অত্যাচার চালিয়েছে বিজেপি৷ এলাকায় বোমাবাজি করেছে৷ আতঙ্কের পরিবেশে মধ্যে কাউন্সিলরদের দিল্লিতে নিয়ে গিয়ে, যোগদান করানো হয়েছে৷ এরপরই নাম না করে মুকুল রায়কে নিশানা করেন শীর্ষ এই তৃণমূল নেতা৷ কটাক্ষের সুরে জানান, ‘‘দিল্লির কাছে নম্বর বাড়াতেই এসব করছে উনি৷ ওনার ১০টা কাউন্সিলর ধরে রাখার ক্ষমতা নেই৷ উনি নাকি আবার চাণক্য৷ হ্যাঁ উনি চাণক্য, কিন্তু ‘মেড ইন চায়না’৷’’

প্রথমে হালিশহর, তারপর কাঁচরাপাড়া৷ পরপর দুটি পুরসভা দখল হাতছাড়া হওয়ায় যথারীতি ব্যাকফুটে চলে গিয়েছেন মুকুল রায়৷ দলের মধ্যেই অস্বস্তিতে পড়েছেন তিনি৷ পরিস্থিতি সামাল দিতে বিষয়টিকে তাঁর রণকৌশল বলেই ব্যাখ্যা করছেন বিজেপি নেতা৷ পালটা দাবি করছেন, তৃণমূলের ১০৭ জন বিধায়ক বিজেপিতে যোগ দেবেন৷ যদিও মুকুলের দাবিকে এদিন ‘ফু’ দেওয়ার ভঙ্গিতে উড়িয়ে দেন অভিষেক৷ কটাক্ষের সুরে জানান, ‘‘নিজের পাড়া সামলানোর ক্ষমতা নেই৷ উনি নাকি আবার ১০৭ জন বিধায়ককে যোগদান করাবেন৷ কথায় আছে না, ঘরে নেই নুন আর ছেলে মিঠুন৷’’

[ আরও পড়ুন: মদ্যপ ছেলের ব্যবহারে অতিষ্ঠ, পিটিয়ে খুন করল বাবা ]

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর, গত ২৮ মে ২৪ আসনবিশিষ্ট কাঁচরাপাড়া পুরসভার ১৮ জন তৃণমূল কাউন্সিলর বিজেপিতে যোগ দেয়। পুরবোর্ড দখল করে গেরুয়া শিবির। লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর ভাটপাড়া, হালিশহর, গাড়ুলিয়া ও কাঁচরাপাড়ায় ভাঙন ধরায় বিজেপি। তবে এদিন কাউন্সিলররা ঘরে ফেরায় স্বস্তি বাড়ে রাজ্যের শাসকদলের। আগেই পাঁচ কাউন্সিলর ফিরে এসেছিলেন তৃণমূলে৷ এদিন যোগ দিলেন আরও ন’জন৷ ফলে পুরসভায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা দাঁড়াল ১৯৷ চলতি সপ্তাহেই বিজেপি ছেড়ে ঘরে ফিরেছেন হালিশহরের পুরপ্রধান-সহ ৯ কাউন্সিলর। পরেরদিন সেই ৯ জন-সহ তৃণমূলে থেকে যাওয়া আরও তিন কাউন্সিলর মিলিয়ে মোট ১২ জন হালিশহর পুরসভায় হাজির হয়ে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেন।

ছবি: প্রবীর বন্দ্যোপাধ্যায়

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ