Advertisement
Advertisement
Maldah

ফের মালদহে শুটআউট, দুষ্কৃতী দলের সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ টোটোচালক

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Toto driver shot in shootout in Maldah

প্রতীকী ছবি।

Published by: Suhrid Das
  • Posted:June 16, 2025 9:51 am
  • Updated:June 16, 2025 9:52 am  

বাবুল হক, মালদহ: ফের শুটআউট মালদহে। উত্তপ্ত মোজমপুর। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, গোলাগুলির মধ্যে পড়ে যান এক টোটোচালক। গুলিবিদ্ধ হলেন তিনি। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি। আহত ওই টোটোচালকের নাম আমির শেখ। তার বাড়ি কালিয়াচক থানা এলাকার গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পীরপাড়ায়।

Advertisement

রবিবার রাতে ওই ব্যক্তি বাজার থেকে আম কিনে বাড়ি ফিরছিলেন বলে খবর। টোটো চালিয়ে কালিয়াচকের দিকে ফিরছিলেন তিনি। সেসময় মোজমপুর এলাকায় দুই দুষ্কৃতী দলের মধ্যে সংঘর্ষ চলছিল বলে অভিযোগ। মোজমপুর স্ট্যান্ডে একেবারে রাজ্যসড়কের ওপরে গুলি চলছিল বলে অভিযোগ। রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই টোটোচালক আক্রান্ত হন। অভিযোগ, দুষ্কৃতীদের ছোড়া গুলি ধেয়ে আসে তাঁর দিকে। টোটোর সামনের কাচ ফুঁড়ে গুলি সোজা আমির শেখের বুকে গিয়ে বেঁধে। সঙ্গে সঙ্গেই তিনি পড়ে যান। সেই অবস্থাতেই কোনওরকমে বাড়িতে ফোন করে তিনি সেই ঘটনার কথা জানান।

তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক থাকায় সেখান থেকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। যদিও পরিবারের সদস্যরা তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তিনি চিকিৎসাধীন বলে খবর। তাঁর শারীরিক অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ঘটনায় প্রবল দুশ্চিন্তায় ওই ব্যক্তির পরিবার। আমিরের ভাইপো সাহিল শেখ বলেন, “কাকার পরিবারে তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তিনিই পরিবারে একমাত্র রোজগেরে। যে বা যারা গুলি করেছে, তাদের শাস্তি দাবি করছি।” ঘটনার পরে থানায় ওই পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

ঘটনার পর কালিয়াচক থানা থেকে আইসি সুমন রায়চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে এখনও ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই জেলায় শুটআউটের ঘটনা ঘটেছিল।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement