Advertisement
Advertisement

Breaking News

ঝুঁকির দামোদর বিহার

নিয়মকে থোড়াই কেয়ার, লাইফ জ্যাকেট ছাড়াই পিকনিকের মরশুমে দামোদরে ভ্রমণ

পর্যাপ্ত লাইফ জ্যাকেট নেই, স্বীকারোক্তি পুলিশের।

Tourists travel into the river Damodar without life jacket
Published by: Sucheta Sengupta
  • Posted:December 28, 2019 6:38 pm
  • Updated:December 28, 2019 6:51 pm

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: হাজারও নিষেধাজ্ঞা, সতর্কতামূলক ব্যবস্থা। তা সত্ত্বেও দামোদরে অবাধে লাইফ জ্যাকেট ছাড়াই চলছে নৌকাবিহার। দুর্গাপুর ব্যারেজ ছাড়াও অন্যান্য পিকনিক স্পটেও একই ছবি। নৌকার মাঝি বা আরোহীদের এই সম্পর্কে কোনও সাবধানতাই অবলম্বন করা হয়নি বলে অভিযোগ। অন্যদিকে, লাইফ জ্যাকেটের সংখ্যা কম থাকায় তা যোগান দেওয়া যাচ্ছে না বলে খবর পুলিশ সূত্রে। পর্যাপ্ত লাইফ জ্যাকেটের ব্যবস্থা করা হচ্ছে বলেও আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের তরফে।

চলতি পিকনিকের মরশুমে দুর্গাপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ‘গ্রিন পিকনিক মিশন’ প্রকল্প গ্রহণ করা হয়েছে। পরিবেশ বান্ধব পিকনিকের পাশাপাশি দুর্ঘটনা বা বিপদ এড়াতে জলাশয়ে নৌকা বিহার নিয়েও একরাশ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে পুলিশ ও দুর্গাপুর নিগমের পক্ষ থেকে। লাইফ জ্যকেট ছাড়া নৌ-চালক কিংবা আরোহীদের নৌকায় উঠতে নিষেধ করা হয়েছে। নিষেধ অমান্য করে কেউ এই যাত্রায় অংশ নিলে প্রয়োজন বুঝে নৌকা বিহার বন্ধ করেও দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় পুলিশ কিংবা নিগমের পক্ষ থেকে। নজরদারির ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু কোথায় কী? কোনও নিয়মকানুনের তোয়াক্কা ছাড়া অনায়াসেই দামোদরে কিংবা অনান্য জলাশয়ে দেদার নৌকাবিহার চলছে।

Advertisement

[আরও পড়ুন: পৌষমেলা থেকে দোকান তুলতে নারাজ, ব্যবসায়ীদের সঙ্গে বচসা বিশ্বভারতী কর্তৃপক্ষের]

আরোহীরা বলছেন, “নৌকা ভ্রমণের সময় কেউ আমাদের এই ব্যাপারে সতর্কও করেনি কিংবা লাইফ জ্যাকেটও দেয়নি।” স্থানীয় নৌকা চালক ভৈরব বাগদি জানান, “গত বছর পুলিশ নাম-ঠিকানা নিয়ে গিয়েছিলো। এইবছরে এইরকম কিছুই করা হয়নি। পুলিশের তরফে আমাদের কোনও লাইফ জ্যাকেটও দেওয়া হয়নি।” ডিসেম্বর ও জানুয়ারি মাস ধরেই পিকনিকের ভিড় লেগে থাকে দামোদর ব্যারেজে। এই সময় দামোদরে দুর্ঘটনার সংখ্যাও বেশি ঘটে। তাই আগাম সতর্কতা হিসাবেই এবার এই লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক করা হয়েছিল।কিন্তু পুলিশের জারি করা নির্দেশ মানছে না পুলিশই।

Advertisement

[আরও পড়ুন: ফের ‘নাম-বিতর্ক’ কোচবিহারে, বইমেলার উদ্বোধনে অতিথিদের তালিকায় নাম নেই নিশীথের]

এ নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি–১ (পূর্ব) অভিষেক গুপ্তা জানান, “দুর্ঘটনা এড়াতেই জলাশয় কিংবা নদীতে নৌকায় চড়ার সময় লাইফ জ্যাকেট ব্যাধতামূলক করা হয়েছে। সন্ধের পর নৌকা বিহারের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদি কোনও জায়গায় এই নির্দেশকে উপেক্ষা করা হয়ে থাকে, তবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, পর্যাপ্ত লাইফ জ্যাকেট না থাকার ফলেই এই বিপত্তি। পর্যাপ্ত সংখ্যায় লাইফ জ্যাকেট আনার ব্যবস্থা করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ