সাংবাদিক বৈঠকে পুলিশ আধিকারিকরা। নিজস্ব চিত্র
সঞ্জিত ঘোষ, নদিয়া: বাড়ির মধ্যেই দিব্যি চালাচ্ছিলেন আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা! গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়িতে হানা দেয় পুলিশ। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম। ঘটনাটি ঘটেছে, নদিয়ার নবদ্বীপের মহিশুরা গ্রাম পঞ্চায়েতের মাঝেরচড়া এলাকায়। ধৃতের নাম সাঞ্জুর শেখ। সেখানে কবে থেকে অস্ত্র তৈরি হত? এর সঙ্গে কি কোনওভাবে জঙ্গিদের যোগ আছে? সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ওই গ্রামে হানা দেওয়া হয়েছিল। শনিবার বিকেলে এই অভিযান চালানোর পরে ওই বাড়ি থেকে গ্রেপ্তার করা হল সাঞ্জুর শেখ। ওই বাড়ির ভিতর তল্লাশি অভিযানও চলে। সেখানে দেখা যায়, বাড়ির একটা অংশে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা বানিয়ে ফেলা হয়েছিল। সেখানে অস্ত্র তৈরির একাধিক সরঞ্জামও পাওয়া যায়। ভিতর থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্রের একাধিক অংশ।
এদিন সন্ধ্যায় নবদ্বীপ থানার আরক্ষা আধিকারিক জলেশ্বর তিওয়ারিকে পাশে নিয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ উত্তমকুমার ঘোষ সাংবাদিক সম্মেলন করেন। তিনি বলেন, ধৃত সাঞ্জুর শেখ দিনমজুরের কাজ করেন। তবে অতীতে আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে বেশ কয়েক বার তিনি গ্রেপ্তার হয়েছিলেন। এবার তিনি নিজেই বাড়িতে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা তৈরি করে ফেলেছিলেন। পুলিশের কাছে সেই খবর যায়। পুলিশ অভিযানের সময় ধৃতের পরিবারের লোকজন বাধা দিতেও গিয়েছিলেন। সেই বাধা সরিয়েই খানাতল্লাশি চালায় পুলিশ। প্রচুর পরিমাণে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশের অনুমান, এর সঙ্গে একটা বড় চক্র জড়িয়ে আছে। সেই চক্রের খোঁজ করা হবে ধৃতকে জেরা করে। ঘটনার সঙ্গে কি জঙ্গিদের জড়িয়ে থাকার সম্পর্ক রয়েছে? কবে থেকে চলছে এই অস্ত্র কারখানা? সেসব খতিয়ে দেখা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.