Advertisement
Advertisement

Breaking News

ট্রাফিক সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ, রঙিন হল আসানসোলের রাস্তা

দীপাবলিতে সেজে উঠছে শিল্পতালুক।

Traffic police beautifying roads
Published by: Tanumoy Ghosal
  • Posted:November 4, 2018 1:50 pm
  • Updated:November 4, 2018 1:50 pm

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: দীপাবলিতে রঙিন হচ্ছে পিচ কালো রাস্তা। রঙ্গোলির ধাঁচে সেজে উঠছে আসানসোলের গুরুত্বপূর্ণ স্থানগুলি। তবে শুধু সৌন্দার্যায়নই নয়, সেই রঙের মধ্যে রয়েছে ট্রাফিক সচেতনতার বার্তাও। পিচ বাঁধানো রাস্তায় যেন একটু আলাদা রকমের অনুভূতি। সূর্যের আলো পড়ে কালো পিচে চোখ ধাঁধিয়ে যায়। তাই আসানসোল দুর্গাপুর পুলিশের ট্রাফিক বিভাগ থেকে উদ্যোগ নিয়ে রাস্তা জুড়ে রঙিন চিত্র ফুটিয়ে তোলা হচ্ছে। যেখানে বাংলা ও ইংরাজিতে ট্রাফিক সতর্কতার স্লোগান থাকছে।

[রেললাইনে ফাটল, শিয়ালদহ দক্ষিণ শাখায় বিঘ্নিত ট্রেন চলাচল]

Advertisement

যুব বিশ্বকাপের ফাইনালের আগেই যুবভারতীর রাস্তায় রঙিন আলপনা নজর কেড়েছিল গোটা বিশ্বের। সৃজনশীল এই চিন্তা থেকেই আসানসোলের ট্রাফিক বিভাগও সামাজিক বার্তা-সহ আলপনার মত রঙিন ছোঁয়া দিতে শুরু করেছে। ডিসি (ট্রাফিক) পুষ্পা কুমারী বলেন, “আসানসোল উষাগ্রাম জিটি রোডের ওপর রঙিন চিত্র আঁকা শুরু হয়েছে। সেফ ড্রাইভ, সেভ লাইফ স্লোগানকে মাথায় রেখে বিভিন্ন চিত্র তৈরি হয়েছে।” তিনি আরও জানান, উষাগ্রামের কাছে দু’টি স্কুল ও একটি কলেজ রয়েছে। এরপর যেখানে যেখানে স্কুল, কলেজ, হাসপাতাল বা জনবহুল এলাকা রয়েছে সেখানে আঁকিবুকি করা হবে। বিশেষ করে জিটি রোড ও গড়াই রোডে এধরনের রঙিন চিত্র বেশি থাকবে।

Advertisement

কোন রাস্তায় কী ধরনের বিন্যাস বা ডিজাইন থাকবে তার বিস্তারিত প্রজেক্ট রিপোর্ট তৈরি করা হচ্ছে। আসানসোলের ডিসি (ট্রাফিক) পুষ্পা কুমারী বলেন, “বাংলার মানুষ আর্ট পছন্দ করেন। আর্টের মধ্য দিয়ে অনেক সামাজিক বার্তা সহজেই দেওয়া যায়। তাই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।” এসিপি ট্রাফিক (১) প্রশান্ত কুমার দাস জানান, রাস্তায় ট্রাফিকের তিন ধরনের আলো রয়েছে। তার ব্যবহারগুলি চিত্রে সহজভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তিন ধরনের ক্রসিং রয়েছে। তার ব্যবহারও দেখা যাবে ছবির মধ্য দিয়ে। ছোট শিশুরা যখন অভিভাবকদের সঙ্গে রাস্তা পারাপার হবে সেই সময় তারাও বুঝতে পারবে ছবিতে কী বোঝাতে চাওয়া হচ্ছে। জেব্রা ক্রসিং, হ্যানিমন ক্রসিং, তির চিহ্ন কেন দেওয়া হয় তার অঙ্কন রয়েছে রাস্তা জুড়ে। মানুষের জীবনকে সুরক্ষিত রাখতেই এই ধরনের উদ্যোগ বলে তিনি জানান। শহরবাসীরা জানান, দীপাবলির আগে এক অসামান্য দৃশ্যকল্প তৈরি হয়েছে এই আলপনার সুবাদে। এই ধরনের সামাজিক বার্তার আলপনা শহরের রাস্তায় যেন দীর্ঘস্থায়ী হয় সাধারণ মানুষের এটাই চাইছেন। 

ছবি: মৈনাক মুখোপাধ্যায়

[সম্প্রীতির নজির, চাঁদা তুলে বৃদ্ধের সৎকার করলেন হিন্দু-মুসলিমরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ