Advertisement
Advertisement
Train Service

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত খড়গপুর-ভদ্রক লাইন, ট্রেন চলাচল স্বাভাবিক হবে কবে?

দুর্ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল।

Train Service in Kharagpur Bhadrak line may be normalise from Monday afternoon | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:June 3, 2023 9:10 pm
  • Updated:June 3, 2023 9:20 pm

সুব্রত বিশ্বাস: বাহানাগার কাছে রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত খড়গপুর-ভদ্রক লাইন। ওই শাখায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আগামী সোমবার বিকেলের আগে ট্রেন চলাচল শুরু করা সম্ভব নয় বলে ইঙ্গিত দিল দক্ষিণ পূর্ব রেলের। ফলে আগামী দু’দিন ওই লাইনে ট্রেন চলাচলে সমস্যা থাকবে।

দুর্ঘটনার কারণ ক্ষতিয়ে দেখতে শনিবার দিল্লি থেকে বিমানে কলকাতা আসে ফরেনসিক দল। দুর্ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের পর তাদের সবুজ সংকেতের অপেক্ষায় থাকতে হবে রেলকে। এর আগে লাইন ক্লিয়ার করা সম্ভব নয়। নানা ধরণের ডেটা, স্থানীয়দের সঙ্গে কথার পাশপাশি আগে কোনও সমস‌্যা হয়েছিল কি না, এমনকী ষড়যন্ত্রের কোনও বিষয় আছে কি না। এসবের নমুনা নেবে ফরেনসিক দলটি।

Advertisement

[আরও পড়ুন: ফেলুদা-শঙ্কু-টিনটিন, স্কুল পড়ুয়াদের কাছে পৌঁছতে SFI-এর হাতিয়ার কমিকস চরিত্ররা]

নমুনা সংগ্রহের পর লাইন মেরামত, স্লিপার ঠিক করা, ছিঁড়ে যাওয়া ওভারহেড, সিগন‌্যাল, মাস্ট সব মেরামতি করার পর ট্রেন চলাচলের সবুজ সংকেত দেবে রেল। এজন‌্য কম করে আরও দেড় দিন সময় লাগবে বলে শনিবার বিকেলে ইঙ্গিত দিয়েছে ওই রেলের অপারেশন বিভাগের আধিকারিকরা। দুর্ঘটনার পর শনিবার ৫৮টি ট্রেন বাতিল করা হয়। রবিবারও বাতিল থাকবে। ৮১টি ট্রেন ঘুরপথে ঝাড়সুগুদা হয়ে যাতায়াত করবে। ১০টি ট্রেন স্বল্প দূরত্বে চলছে। দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে, পুরীর দিকের লাইনটি মেরামতির জন‌্য জোর কাজ শুরু হয়েছে। সাতটি ফকলিং মেশিন, চারটি হাইপারসিটি ক্রেন সহযোগে হাজার শ্রমিক দিনরাত কাজ চালিয়ে যাচ্ছেন।

Advertisement

[আরও পড়ুন: মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা যুগলের! দক্ষিণেশ্বর ডাউন লাইনে ব্যাহত পরিষেবা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ