Advertisement
Advertisement
সাঁতরাগাছি

সাঁতরাগাছি ফুট ওভারব্রিজ মেরামতির কাজ, রবিবার বাতিল ৩০ জোড়া লোকাল ট্রেন

বাতিল করা হয়েছে হাওড়াগামী দশটি দূরপাল্লার ট্রেনও৷

Trains cancelled for the Santragachi foot over bridge construction work
Published by: Sulaya Singha
  • Posted:July 25, 2019 8:08 pm
  • Updated:July 25, 2019 8:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী রবিবার থেকে শুরু হতে চলেছে সাঁতরাগাছি ফুট ওভারব্রিজ তৈরির কাজ৷ যার জেরে বন্ধ থাকবে বেশ কিছু দূরপাল্লা এবং লোকাল ট্রেন পরিষেবা৷ রেলের সূত্রে খবর, ফুট ওভারব্রিজের কাজের জন্য অন্তত ৩০ জোড়া লোকাল ট্রেন বন্ধ থাকবে সেদিন৷ বাতিল করা হয়েছে হাওড়াগামী দশটি দূরপাল্লার ট্রেনও৷

[আরও পড়ুন: গাড়ি চালকদের ধর্মঘট, বৃষ্টি মাথায় পায়ে হেঁটেই দুর্গাপুর আদালতে বিচারপতিরা]

রবিবার সকাল ১১টা ১৫ মিনিট থেকে রাত ৯টা ১৫ পর্যন্ত চলবে ওভারব্রিজ তৈরির কাজ৷ যে কারণে করমণ্ডল এক্সপ্রেস, তিরুপতি এক্সপ্রেস, শালিমার-উদয়পুর এক্সপ্রেস, ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে৷ এছাড়া হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস, ইস্ট কোস্ট এক্সপ্রেস বন্ধ থাকবে৷ এর পাশাপাশি জগন্নাথ এক্সপ্রেস, যশবন্তপুর এক্সপ্রেস, মুম্বই মেইল-সহ একাধিক ট্রেনের সময় বদল করা হচ্ছে৷ ফলে ছুটির দিনে নিত্যযাত্রী ও দূরপাল্লার যাত্রীদের খানিকটা সমস্যায় পড়তেই হবে৷

Advertisement

প্রসঙ্গত, গত বছর ২৩ অক্টোবর সন্ধে ৬টা নাগাদ দু’টি দূরপাল্লার ট্রেন একসঙ্গে ঢুকে পড়ে সাঁতরাগাছি স্টেশনে। তার জেরে দুর্ঘটনা ঘটে ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের সংযোগকারী ফুটব্রিজে। দুটি ট্রেনের যাত্রীরাই ফুটব্রিজ দিয়ে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার চেষ্টা করছিলেন। আর তাতেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, তাড়াহুড়ো করতে গিয়ে অনেকেই ফুটব্রিজে পড়ে যান। বাকিরা তাঁদের উপর দিয়ে চলে যান। রেহাই পায়নি শিশুরাও। দুর্ঘটনায় আহত হন ২ জন শিশু-সহ ১৪ জন। আহতদের সাঁতরাগাছি রেল হাসপাতালে ভরতি করা হয়েছিল। সেখানেই পরে দু’জনের মৃত্যু হয়৷ ঘটনার তদন্তের রিপোর্ট জমা পড়লে কর্তব্যরত আরপিএফ কর্মী, ঘোষণার গাফিলতি, স্টেশন ম্যানেজার, কমার্শিয়াল বিভাগের টিসি, টিটিআই, সিটিআইকেও গাফিলতিকে দায়ী করা হয়েছিল। সেই ওভারব্রিজটিরই মেরামতির কাজ শুরু রবিবার।

Advertisement

[আরও পড়ুন: অবাঞ্ছিত কন্যাসন্তান! খুনের পর ঘরেই সদ্যোজাতের দেহ লুকিয়ে রাখল দম্পতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ