Advertisement
Advertisement

Breaking News

‘সেফ ড্রাইভ’-এর সবক শেখাতে আসরে পরিবহণ দফতর

রাজ্যের সমস্ত মোটর ট্রেনিং স্কুলকে ডাকা হবে এক ছাতার তলায়৷ সেখানেই দেওয়া হবে তাঁদের প্রশিক্ষণ৷

Transport Department To Play A Major role To Teach Safe Driving
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 29, 2016 12:48 pm
  • Updated:July 29, 2016 12:48 pm

নব্যেন্দু হাজরা: পথদুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে জোর দিয়েছেন সেফ ড্রাইভের উপর৷ কিন্তু কীভাবে হবে এই সেফ ড্রাইভ? সেফ ড্রাইভের সবক শেখাতেই এবার আসরে নামছে পরিবহণ দফতর৷ প্রতিটি মোটর ট্রেনিং স্কুলের প্রশিক্ষকদের শেখানো হবে প্রশিক্ষণের সবক৷
অধিকাংশ সময়ই দেখা যায়, টাকা দিলেই মোটর ট্রেনিং স্কুলের তরফে গাড়ি চালানোর সার্টিফিকেট পেয়ে যান যে কেউ৷ আর গাড়ি নিয়ে রাস্তায় বের হতেই তাঁর অজ্ঞতার জেরে ঘটে দুর্ঘটনা৷ সেই দুর্ঘটনার হার কমানো এবার মূল লক্ষ্য পরিবহণ দফতরের কর্তাদের৷ তাই রাজ্যের সমস্ত মোটর ট্রেনিং স্কুলের প্রশিক্ষকদের টেকনিক্যাল প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে৷ খড়গপুর আইআইটির বিশেষজ্ঞরা দেবেন এই প্রশিক্ষণ৷ আগামী ১ আগস্ট সায়েন্স সিটিতে হবে এই ওয়ার্কশপ৷ সেখানে ডাকা হয়েছে রাজ্যের ২০০-র বেশি মোটর ট্রেনিং স্কুলকে৷ ডাকা হয়েছে প্রতি জেলার আরটিও, এআরটিওদেরও৷ তাঁদেরও আরও বেশি প্রশিক্ষিত করবে এই টেকনিক্যাল দল৷ অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে লার্নিং সেফ ড্রাইভিং৷
জেলায় জেলায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা মোটর ট্রেনিং স্কুলই চিন্তা বাড়াচ্ছে পরিবহণ দফতরের কর্তাদের৷ বহু স্কুলেই নেই পরিকাঠামো৷ নেই ঠিকঠাক প্রশিক্ষক৷ সঠিক প্রশিক্ষণের অভাবেই রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে দুর্ঘটনা ঘটায় চালকরা৷ তাই এবার এই সমস্ত স্কুলগুলোর পরিকাঠামোর ওপর কড়া নজরদারি শুরু করবে পরিবহণ দফতর৷ একজন চালককে কী কী ধরনের প্রশিক্ষণ দেওয়া উচিত, গাড়ি চালানোর সময় কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হয়, সে বিষয়ে ওই স্কুলের ট্রেনারদের প্রশিক্ষণ দেওয়া হবে৷ পরিবহণ দফতরের এক কর্তা জানান, চালকদের ভুলেই ঘটে যত দুর্ঘটনা৷ আর চালকদের গাড়ি চালানোর সময় এই ভুল হয় প্রশিক্ষণের অভাবেই৷ নতুন নতুন গাড়ি৷ অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার৷ কিন্তু মান্ধাতার আমলের পরিকাঠামো দিয়ে সেই মতো প্রশিক্ষণ দিতে পারে না অধিকাংশ স্কুলই৷ কারণ বেহাল পরিকাঠামো৷ এবার এ বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে৷”
জানা গিয়েছে, এই ওয়ার্কশপে ডাকা হয়েছে আরটিও এবং এআরটিওদেরও৷ নির্দিষ্ট মানের পরিকাঠামো না গড়ে তুললে এবার আর এই স্কুলগুলোকে বৈধতা দিতে পারবেন না আরটিওরা৷ তাই বৈধতা দিতে কোন কোন দিকগুলো দেখতে হবে, তা ওই ওয়ার্কশপে তাঁদের বোঝাবেন খড়গপুর আইআইটির ওই বিশেষজ্ঞরা৷
দফতরের এক কর্তা জানান, সেফ ড্রাইভ সেভ লাইফ৷ মুখ্যমন্ত্রীর এই শপথকে সামনে রেখেই এবার চালকদের প্রশিক্ষণ শেখাবে পরিবহণ দফতর৷ তবে সরাসরি নয়৷ মোটর ট্রেনিং স্কুলের পরিকাঠামো উন্নত করার দিকে জোর দিয়েই তা করা হবে৷ চালকের দক্ষতা বাড়াতে তাই হবে লার্নিং সেফ ড্রাইভিং৷ রাজ্যের সমস্ত মোটর ট্রেনিং স্কুলকে ডাকা হবে এক ছাতার তলায়৷ সেখানেই দেওয়া হবে তাঁদের প্রশিক্ষণ৷ এই অনুষ্ঠানে থাকার কথা রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীরও৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ