Advertisement
Advertisement

দুই ছাত্রকে শৌচাগারে আটকে রাখার অভিযোগ, কাঠগড়ায় স্কুলশিক্ষক

প্রতিবাদে অভিভাবকরা স্কুলের সামনে বিক্ষোভ দেখান।

Two student allegedly beaten by teacher
Published by: Sayani Sen
  • Posted:March 19, 2019 9:13 pm
  • Updated:March 19, 2019 9:22 pm

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের পঞ্চম শ্রেণির দুই ছাত্রকে শৌচাগারে আটকে রেখে শাস্তি দেওয়ার অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার বাগিরহাটের ঘটনা৷ এই ঘটনার কথা ওই দুই ছাত্র
বাড়িতে তাদের বাবা-মাকে জানায়। প্রতিবাদে অভিভাবকরা স্কুলের সামনে বিক্ষোভও দেখান।

[সিপিএমের ফেসবুক পেজে মুনমুনের দেওয়াল লিখন! বিতর্ক পশ্চিম বর্ধমানে]

স্কুলের মধ্যে পঞ্চম শ্রেণির দুই ছাত্র দৌড়চ্ছিল৷ শিক্ষক তাদের ছোটাছুটি করতে নিষেধ করেন৷ তারপর তারা বসেই ছিল। কিন্তু আবার ওই শিক্ষক এসে তাদের দু’জনকে ডেকে শৌচাগারে নিয়ে যান৷ সেখানে তাদের দু’জনকে একশোবার ওঠবোস করতে বলেন বলেই অভিযোগ শিক্ষকদের৷ তারপর হাঁটু মুড়ে দু’জনকে সেখানেই বসিয়ে রাখা হয়৷ বাড়ি ফিরে বাবা-মাকে গোটা ঘটনাটি জানায় ছাত্ররা৷ প্রহৃত ছাত্রের মা জানিয়েছেন, সোমবার স্কুল থেকে তাঁর কাছে ফোন আসে৷ তাঁকে বলা হয় ছাত্রটি পড়ে গিয়েছে৷ তাই শিশুটির প্রাথমিক চিকিৎসাও করা হয়েছে। তার কিছুক্ষণ পর স্কুলবাসেই বাড়ি ফেরে ওই ছাত্রটি। তিনি জানান, তখন তাঁর ছেলের গায়ে জ্বর এবং পা প্রচন্ড ফুলে গিয়েছে। ছেলের কাছে জানতে চাইলে সে তখন সব কিছু তার মাকে জানায়। এরই প্রতিবাদে মঙ্গলবার অভিভাবকরা স্কুলের সামনে বিক্ষোভ দেখান। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও দাবি ওঠে। 

Advertisement

[ঘরের প্রার্থী না হলে ‘অন্য ফুলে’ ভোট দেওয়ার হুঁশিয়ারি বিজেপি কর্মীদের]

এরপরই গোটা ঘটনাটি স্কুল কর্তৃপক্ষকে জানান অভিভাবকেরা৷ ওই দুই ছাত্রের অভিভাবকদের বিষয়টি আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে, ওই দুই ছাত্রের অভিভাবকরা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ