Advertisement
Advertisement

উন্নাও-কাঠুয়া কাণ্ডের প্রতিবাদে হাওড়ার চেঙ্গাইলে রেল অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

দেখুন ভিডিও৷

Unnao, Kathua rape protest in Howrah hits train services
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 20, 2018 9:11 am
  • Updated:November 12, 2018 5:40 pm

সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: কাঠুয়া ও উন্নাও কাণ্ডের প্রতিবাদ৷ শুক্রবার ভরা অফিসটাইমে হাওড়ার দক্ষিণ-পূর্ব শাখায় চেঙ্গাইল স্টেশনে রেল অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা৷ চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা৷ বিভিন্ন স্টেশনের আটকে পড়ে বহু লোকাল ও দূরপাল্লার ট্রেন৷ প্রায় চার ঘণ্টা ধরে চলে৷  পর উলুবেড়িয়ার সিডিপিও রানা মুখোপাধ্যায়ের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেন বিক্ষোভকারীরা৷

 [ভাগাড়ে ফেলা মরা পশুর মাংস সাপ্লাই রেস্তরাঁয়, চক্রের পর্দাফাঁস]

Advertisement

কাঠুয়া ও উন্নাও কাণ্ডে উত্তাল গোটা দেশ৷ সোশ্যাল মিডিয়া ভর করে প্রতিবাদে আগুন ছড়িয়েছে গোটা দেশে৷ সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই প্রতিবাদে সবর৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে মধ্যরাতে ইন্ডিয়া গেটের সামনে মোমবাতি মিছিল করেছেন খোদ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও৷ প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে এ রাজ্যেও৷ আসিফা হত্যাকাণ্ডে প্রতিবাদে শনিবার শহরে মিছিল করেছে তৃণমূল কংগ্রেস৷ প্রতিবাদে শামিল যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও৷ গত শুক্রবার ক্যাম্পাসে একপ্রস্থ বিক্ষোভ দেখান ওই দুই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা৷ এরপর শনিবার রাতভর নন্দন চত্বরে চলে বিক্ষোভ৷ কোনও রাজনৈতিক দলের পতাকা ছাড়াই বিক্ষোভ দেখান যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা৷ আর এবার উন্না্ও ও কাঠুয়াকাণ্ডে প্রতিবাদে এ রাজ্যে রেল পরিষেবা স্তব্ধ করে দিলেন বিক্ষোভকারীরা৷

Advertisement

[দৃষ্টান্ত তমলুক আদালতে, নাবালিকাকে ধর্ষণ করে খুনে ফাঁসির সাজা শিক্ষককে]

ঘড়িতে তখন সকাল পৌনে আটটা৷ হাওড়া দক্ষিণ-পূর্ব শাখার প্রতিটি স্টেশনে অফিসযাত্রীদের ভিড়৷ আচমকাই চেঙ্গাইল স্টেশনে রেল অবরোধ শুরু করে দেন বিক্ষোভকারীরা৷ অবরোধে আপ ও ডাউন লাইনে বন্ধ ট্রেন চলাচল৷ লোকাল ট্রেন তো বটেই, বিভিন্ন স্টেশনে আটকে পড়ে মুম্বই মেল-সহ বহু দূরপাল্লার ট্রেনও৷ ভরা অফিসে রেল অবরোধে বিপাকে নিত্যযাত্রীরা৷ অবরোধ তুলতে চেঙ্গাইল স্টেশনে পৌঁছন উলুবেড়িয়ার এসডিপিও রানা মুখোপাধ্যায় ও রেলের পদস্থ আধিকারিকরা৷ এসডিপিএ-র আশ্বাসেই পৌঁনে বারোটা নাগাদ ওঠে অবরোধ৷

দেখুন ভিডিও:

 

[মৎস্যজীবীদের জালে বিরল প্রজাতির কচ্ছপ, মন্দারমণিতে হইচই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ