Advertisement
Advertisement

Breaking News

বিসর্জনের শোভাযাত্রায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির ধাক্কা, মৃত কমপক্ষে ৮

হুগলিতে শোকের ছায়া।

Vehicle mows 8 to death in Hooghly

আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

Published by: Shammi Ara Huda
  • Posted:October 20, 2018 7:11 pm
  • Updated:October 20, 2018 7:11 pm

দেবাদৃতা মণ্ডল, চুঁচুড়া:  ফের গতি কাড়ল প্রাণ। বিসর্জনের শোভাযাত্রাকে কেন্দ্র করে ভয়াবহ দুর্ঘটনা হুগলিতে। নিয়ন্ত্রণ হারিয়ে শোভাযাত্রার মিছিলে ঢুকে পড়ল চারচাকা গাড়ি। একের পর একজনকে ধাক্কা মারার পর আচমকাই উলটে যায় গাড়িটি।এই ঘটনায় এখনও পর্যন্ত আট জনের প্রাণ গিয়েছে। গুরুতর আহত অবস্থায় চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে ভরতি রয়েছেন ১৩জন। শনিবার সন্ধ্যা পর্যন্ত মৃতদের কয়েকজনের পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন, বিমল রায় (৪৮),  কার্তিক মালিক (৪০), সেখ জাকির হোসেন (৪৬), মনোরঞ্জন  বাছার (৪৮), চিরঞ্জিৎ মণ্ডল (২৫)। বাকিদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলাগড় থানার ডুমুরদহ এলাকায়। এলাকার নতুনপাড়া সর্বজনীনের প্রতিমা নিরঞ্জনে শোভাযাত্রা বেরিয়েছিল। প্রতিমা গাড়িতে গেলেও পাড়ার লোকজন হেঁটেই ঘাটের দিকে যাচ্ছিলেন। এই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা একটি হুন্ডাই গাড়ি শোভাযাত্রার মধ্যে ঢুকে পড়ে। অভিযোগ, গাড়িটি একের পর একজনকে ধাক্কা মারতে থাকে। এভাবেই শোভাযাত্রায় অংশ নেওয়া জনা ১৫ বাসিন্দাকে ধাক্কা দেওয়ার পর উলটে যায় হুন্ডাই। গোটা ঘটনায় এখনও পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। আহত ১৩ জনকে  আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘাতক গাড়ি-সহ চালক কেল্টুকে আটক করেছে বলাগড় থানার পুলিশ। বিজয়া দশমীতে এহেন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। ঘটনার তদন্তে নেমেছে চুঁচুড়া ও বলাগড় থানার পুলিশ।

Advertisement

[গলায় ফাঁস লাগানো মহিলার দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা]

জেলাতে আরও একটি পৃথক পথদুর্ঘটনায় তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। রাতে মগরা গামী দশ চাকার পন্যবাহী ট্রাক নিয়্ন্ত্রণ হারিয়ে ডানলপ বাজারে ঢুকে পড়াতেই বিপত্তি ঘটে। ট্রাকের ধাক্কায়  তিনটি দোকান, তিনটি চারচাকা ও তিনটি টোটোতে ধাক্কা মারে। দোকানগুলি ধূলিসাৎ হয়ে গিয়েছে, টোটো ও গাড়িগুলিকেও চেনা যাচ্ছে না। ঘটনাস্থলে এক টোটো চালকের মৃত্যু হয়। মৃতের নাম রঘুনাথ দাস (৫১)। বাড়ি মগরা থানার আদি সপ্তগ্রামে। পাশাপাশি আরও একজনের মৃত্যু হলেও তাঁর পরিচয় জানা যায়নি। এই ঘটনায় মোট ন’জন গুরুত্র আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে এক ব্যাক্তির মৃত্যু হয়। নাম মলয় ভট্টাচার্য (৩৮)। বাড়ি চুঁচুড়া থানার ব্যান্ডেল এলাকায়। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও  চালক, খালাসি পলাতক। এদিকে ডানলপ এলাকায় নো-এন্ট্রি থাকা সত্বেও কীভাবে সেখানে পন্যবাহী ট্রাক ঢুকে পড়ল তানিয়ে প্রশ্ন উঠেছে।

Advertisement

[উমার বিদায়বেলায় হাজার টাকায় বিক্রি হল চুনোপুঁটি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ