Advertisement
Advertisement

Breaking News

বিজেপি

বেলা গড়াতেই উত্তপ্ত নানুর, বিজেপি কর্মীদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ

মাথা ফাটল তিন বিজেপি সমর্থকের৷

Violence during Lok Sabha polling in Nanur, 3 injured
Published by: Tanujit Das
  • Posted:April 29, 2019 12:07 pm
  • Updated:April 29, 2019 12:07 pm

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত বীরভূমের নানুর৷ এলাকার বিজেপি সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে৷ কাঠগড়ায় তৃণমূল৷ তিন বিজেপি সমর্থকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা৷ এলাকায় টহলদারি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী ও বিশাল পুলিশ বাহিনী৷ যদিও বিজেপির বিরুদ্ধে মারধরের পালটা অভিযোগ করেছে তৃণমূল৷

[ আরও পড়ুন: বারাবনিতে আক্রান্ত বাবুল, তৃণমূলের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের অভিযোগ ]

Advertisement

জানা গিয়েছে, নানুরের বন্দর গ্রামের ২১৭ নম্বর বুথে ভোটগ্রহণ শুরু হলে, বিজেপি সমর্থকদের ভোটদানে বাধা দেয় শাসকদলের সমর্থকরা৷ রুখে দাঁড়ান বিজেপি কর্মীরা৷ বাঁশ-লাঠি নিয়ে তৃণমূল কর্মীদের উপর চড়াও হন বিজেপি কর্মীরা৷ ভেঙে দেওয়া হয় তৃণমূলের ক্যাম্প অফিস৷ পুকুরে ফেলে দেওয়া হয় রান্নার সরঞ্জাম৷ দু’পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায়৷ উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিস্থিতি৷ অভিযোগ, বুথ থেকে বেরিয়ে বন্দর গ্রামের ভিতরে ঢুকে তৃণমূল কর্মীদের বাড়িতে চড়াও হন বিজেপি কর্মীরা৷ একের পর এক বাড়িতে হামলা চালান হয়৷ বাড়িতে ঢুকে দরজা আটকে কোনওক্রমে প্রাণে বাঁচেন তাঁরা৷

Advertisement

[ আরও পড়ুন: বুথে এজেন্ট বসাতে রাস্তায় ছোটাছুটি অধীরের, সকাল থেকেই উত্তপ্ত বহরমপুর]

পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামে বিশাল পুলিশ বাহিনী৷ বিজেপি কর্মীদের সামাল দেওয়ার চেষ্টা করেন তাঁরা৷ বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীদের মারেই মাথা ফেটেছে তাঁদের তিন কর্মীর৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল৷ বরং বিজেপির বিরুদ্ধে পালটা মারধরের অভিযোগে সরব হয়েছেন তাঁরা৷ যদিও সমস্ত অশান্তির অভিযোগ উড়িয়ে দিয়েছেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল৷ তিনি জানান, কয়েকটি বিক্ষিপ্ত অশান্তি ছাড়া ভোট শান্তিপূর্ণ হচ্ছে৷ অন্যদিকে, বুথের মধ্যে ঢুকে ফোনে কথা বলায় বিপাকে পড়েছেন বীরভূমের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল৷ ময়ূরেশ্বরের একটি বুথে ঢুকে তিনি ফোনে কথা বলছিলেন বলে খবর৷ ইতিমধ্যে বিজেপি প্রার্থীকে শোকজ করেছে নির্বাচন কমিশন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ