Advertisement
Advertisement

Breaking News

মেরামতির কাজ করতে গিয়ে বিপত্তি, সিউড়িতে পাঁচিল চাপা পড়ে মৃত বাড়ির মালিক-সহ ২

হাসপাতালে চিকিৎসাধীন আরও ১।

Wall collapsed in Suri, 2 died | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:July 8, 2022 12:33 pm
  • Updated:July 8, 2022 12:48 pm

নন্দন দত্ত, সিউড়ি: বাড়ির পাঁচিল মেরামতির সময় বিপত্তি। পাঁচিল চাপা পড়ে মৃত্যু হল মালিক ও এক শ্রমিকের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) সিউড়িতে। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।

জানা গিয়েছে, বীরভূমের সিউড়ি (Suri) ১ নম্বর ব্লকের নগরী পঞ্চায়েতের আমগাছি গ্রামের বাসিন্দা শিবশম্ভু মুর্মু। শুক্রবার সকালে তাঁর বাড়ির পাঁচিলে প্লাস্টারের কাজ করা হচ্ছিল। বাড়ির মালিক শিবশম্ভুবাবু নিজে কাজ করছিলেন। তাঁর সঙ্গে ছিলেন দুই শ্রমিক রাম হাঁসদা ও লালন লোহার। পরিবার সূত্রে খবর, প্লাস্টারের কাজ করার সময় আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পাঁচিলটি। চাপা পড়ে যান মালিক ও ২ শ্রমিক।

Advertisement

[আরও পড়ুন: EXCLUSIVE: ‘হাফ সেঞ্চুরি মার দি ইসনে’, সৌরভের জন্মদিনে কবিতা উপহার জাভেদ আখতারের]

Advertisement

বিষয়টি জানতে পেরেই উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। তড়িঘড়ি বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকলের আধিকারিকরা গিয়ে উদ্ধার করে তিনজনকে। সিউড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিবশম্ভু ও রাম হাঁসদাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতালে চিকিৎসাধীন লালন। আহত লালন বলেন, “পাঁচিলটা মাটির ছিল। সেটা মেরামতির কাজ চলছিল। সেই সময় আচমকা পাঁচিলটা ভেঙে পড়ে।” ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। শোকস্তব্ধ মৃতদের পরিবারের সদস্যরা।

[আরও পড়ুন: জামিনের মেয়াদ শেষের ঠিক আগেই বুকে ব্যথায় কাবু ছত্রধর মাহাতো, ভরতি হাসপাতালে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ