Advertisement
Advertisement

OMG! উপর দিয়ে ছুটে গেল মালগাড়ি, তারপর কী হল এই ব্যক্তির?

রোমহর্ষক এই ভিডিও দেখলে শিউরে উঠবেন আপনিও।

Watch: Goods Train runs over hawker at Midnapore rail station, West Bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 27, 2018 3:47 pm
  • Updated:January 27, 2018 3:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেলা কখন হবে আন্দাজ করা কঠিন। রোজকার নিয়মেই চলছিল মেদিনীপুর রেলস্টেশনের জীবন। প্লাটফর্মে ট্রেন আসছে যাচ্ছে। কেউ ট্রেনে উঠছেন, কেউ আবার নেমে নিজের গন্তব্যের দিকে হাঁটা দিচ্ছেন। রোজকার এই চেনা চিত্রে তখনও কোনও পার্থক্য ছিল না। হঠাৎ সমবেত স্বরের চিৎকারে চমকে উঠলেন উপস্থিত মানুষজন। গেল গেল রব উঠল গোটা স্টেশন চত্বরে। হলটা কী? প্রশ্নের উত্তর বহু কষ্টে মিলল। বিশাল মালগাড়ির নিচে পড়ে গিয়েছে এক হকার। আর রক্ষে হল না। দিনেদুপুরে বেঘোরে লোকটা প্রাণ হারাল বোধহয়। কিন্তু হরি যাঁকে রাখেন, তাঁকে মারে কার সাধ্য? বিশাল মালগাড়ি গায়ের উপর দিয়ে চলে গেলেও এতটুকু আঘাত লাগেনি হকারের গায়ে। অক্ষত অবস্থাতেই লাইন থেকে হেঁটে ফিরে এলেন তিনি। আর এই গোটা ঘটনার সাক্ষী থাকলেন মেদিনীপুর স্টেশনের যাত্রী ও বাকি হকাররা। এক যাত্রীর মোবাইলে বন্দি হল এই চাঞ্চল্যকর ঘটনা। আর পৌঁছল সংবাদ প্রতিদিন ডিজিটালের কাছে। রোমহর্ষক সে দৃশ্য আপনাদের জন্য এক্সক্লুসিভলি তুলে ধরা হল।

Train

Advertisement

[সোনার দোকানে দুষ্কৃতীদের তোলাবাজি, ধার করে দাবি মেটালেন ব্যবসায়ী]

Advertisement

জানা গিয়েছে, মেদিনীপুর স্টেশনে ও ট্রেনে বাদ বিক্রি করেন ওই হকার। এদিন দুই নম্বর স্টেশনে দাঁড়িয়েছিল মালগাড়িটি। এক ট্রেন থেকে আরেকটি ট্রেনে বাদাম বেচার তাড়া ছিল ওই ব্যক্তির। এর জন্য ব্রিজ ব্যবহার না করে মালগাড়ির তলা দিয়েই যাওয়ার চেষ্টা করেন তিনি। আর তখনই মালগাড়িটি চলতে শুরু করে দেয়। হতবম্ব হকার গাড়ির নিচেই শুয়ে পড়েন। আর সে কারণেই এ যাত্রায় বেঁচে যান তিনি। তবে তাঁক বাদামের ঝুড়িটি পুরো নষ্ট হয়ে গিয়েছে। সে যায় যাক! প্রাণ থাকলে তবে অর্থের মূল্য! ঘটনার সময় যাঁরা উপস্থিত ছিলেন এমন কথাই শোনা যাচ্ছে তাঁদের মুখে।

[তীব্র অনটন, তবুও দু’চোখ ভরা জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার স্বপ্ন]

দেখুন ভিডিও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ