Advertisement
Advertisement

প্রশাসনিক বৈঠকে উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী

উন্নয়নের কাজে আরও গতি আনতে বুধবার উত্তরকন্যায় উত্তরের তিন জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

WB CM urges Centre to take immediate steps for the sick tea gardens
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 29, 2016 4:38 pm
  • Updated:October 27, 2018 5:33 pm

কিংশুক প্রামাণিক: উন্নয়নের কাজে আরও গতি আনতে বুধবার উত্তরকন্যায় উত্তরের তিন জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার এই তিন জেলার উন্নয়নের নতুন দিক খুলতে প্রশাসনের শীর্ষকর্তাদের নিয়ে বৈঠক করেন তিনি৷ সেই বৈঠকে জিটিএকেও আমন্ত্রণ জানানো হয়৷ গতকাল আলিপুরদুয়ারের হাসিমারার প্রশাসনিক বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ সেদিক থেকে বিচার করলে আজকের বৈঠকও অত্যন্ত গুরুত্বপূর্ণ৷

নির্বাচনের কারণে বেশ কিছুদিন উন্নয়নের কাজ থমকে ছিল৷ সেই কাজেই গতি আনতে আজ প্রশাসনের কর্তাদের নির্দেশ দেন তিনি৷ প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে তৃণমূলের নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসেন৷ সেদিক থেকে দেখলে রাজনৈতিকভাবে এই বৈঠকের গুরুত্ব অসীম৷ বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গেও এবার ভাল ফল করেছে তৃণমূল৷ জলপাইগুড়ি এবং কোচবিহারে দল বেশ কিছু আসন জিতেছে৷ ফলে উত্তরে তৃণমূলনেত্রী সংগঠনের আরও বিস্তার চাইছেন৷ একইসঙ্গে উন্নয়নের প্রশ্নে যে তিনি কোনওভাবেই আপোষ করতে চান না গতকালের বৈঠকেই তা স্পষ্ট করে দিয়েছেন৷ প্রত্যেকে মন্ত্রীকেই নির্দেশ দিয়েছেন দফতরের কাজে আরও মন দেওয়ার জন্য৷ উত্তরবঙ্গের সার্বিক পরিকাঠামো উন্নয়নে রবীন্দ্রনাথ ঘোষকে যেমন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, তেমনই পর্যটনমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন গৌতম দেবকে৷ উত্তরবঙ্গের উন্নয়নকে বাড়তি গুরুত্ব দিয়ে এখানে পর্যটনকে আরও উন্নত করতে চাইছেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি, তিন জেলার জেলাশাসক-সহ প্রশাসনের শীর্ষকর্তাদের নিয়ে আজ বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷

Advertisement

বৈঠকে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, জ্যোতিপ্রিয় মল্লিক, গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষও৷ বেলা তিনটে নাগাদ বৈঠক শুরু হয়৷ মুখ্যমন্ত্রীর বৈঠকের আগে চা বাগানের রেশন ব্যবস্থা নিয়ে প্রশাসনের কর্তাদের নিয়ে একটি বৈঠক করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ গতকালই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, উত্তরবঙ্গের সাত জেলার উন্নয়ন নিয়ে এবার থেকে প্রতিমাসেই উত্তরবঙ্গ উন্নয়ন দফতরকে প্রশাসনিক ও পর্যালোচনা বৈঠক করতে হবে৷ উত্তরের উন্নয়নকে ত্বরান্বিত করার পাশাপাশি তার সুফলকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতেই মুখ্যমন্ত্রীর এই নির্দেশ৷ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, শুধু বৈঠক ডাকলেই হবে না, প্রতিটি বৈঠকে গৃহীত পরিকল্পনা ও কাজের পর্যালোচনা রিপোর্ট তাঁকে পাঠাতে হবে৷ কাদের নিয়ে ওই প্রশাসনিক বৈঠক করতে হবে তা-ও নির্দিষ্ট করে দিয়েছেন তিনি৷  প্রতি মাসের ওই বৈঠকে হাজির থাকবেন রাজ্যের পূর্ত, যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস৷ প্রতি মাসের শুরুতেই রাজ্যের শাখা সচিবালয় ‘উত্তরকন্যা’-য় ওই বৈঠক হবে৷ যেখানে উত্তরবঙ্গের সব মন্ত্রীর পাশাপাশি হাজির থাকবেন সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, পুরপ্রধানরাও৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ