Advertisement
Advertisement

Breaking News

বনদপ্তরের জমি দখল করে বাংলা আবাস যোজনার বাড়ি নির্মাণ, ভেঙে দিলেন আধিকারিকরা

যদিও সেই বাড়ি নির্মাণের আগেই বনদপ্তর নোটিস দিয়ে সতর্ক করে।

WB Forest Dept demolishes Illegal Construction of Bangla Abas Yojana
Published by: Subhamay Mandal
  • Posted:July 28, 2020 9:45 pm
  • Updated:July 28, 2020 11:01 pm

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: বনদপ্তরের জমি দখল করে বাংলা আবাস যোজনার বাড়ি নির্মাণ করার কাজ করায় সেই বাড়ি ভেঙে দিল বনদপ্তর। মঙ্গলবার পুরুলিয়া বনবিভাগের মাঠা বনাঞ্চলের ওই বিটের হরিডি মৌজার মুদিডি গ্রামে সরকারি প্রকল্পে পাকা ছাদ তুলতে কাজ শুরু করেন। যদিও সেই বাড়ি নির্মাণের আগেই বনদপ্তর নোটিস দিয়ে সতর্ক করে। কিন্তু সেই কথা বাংলা আবাস যোজনার প্রাপক কানে না তোলায় এদিন মোট পাঁচটি বনাঞ্চল মাঠা, বাঘমুন্ডি, বলরামপুর, ঝালদা, অযোধ্যা পাহাড়ের বনকর্মীরা মিলে মেশিনের সাহায্যে ওই বাড়ি ভেঙে দেয়।

পুরুলিয়ার ডিএফও রামপ্রসাদ বদানা বলেন, “বনদপ্তরের জমি দখল করে ওই বাড়ি নির্মাণের কাজ করছিল। আমরা আগে নোটিস দিয়ে সতর্ক করেছিলাম। কিন্তু তার পরেও বাড়ি তৈরি করে। তাই সেই বাড়ি ভেঙে দিয়েছে।” মাঠা বিটের ওই মুদিডি গ্রামে ওই এলাকায় প্রায় এক হেক্টর জমি রয়েছে বনদপ্তরের। অভিযোগ সেই জমি ওই এলাকার এক বাসিন্দা দখল করে। ফলে ২০১৩ সালে বনদপ্তর মামলাও করে। এখন সম্পূর্ণ বিষয়টি বিচারাধীন রয়েছে। তারপরেও ওই জমিতে পাকা ঘর তৈরির কাজ শুরু করে।

Advertisement

[আরও পড়ুন: বালুরঘাটে শর্তসাপেক্ষে কোভিড হাসপাতাল গড়ার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট]

Advertisement

মাঠা বনাঞ্চলের আধিকারিক পল্লব বিকাশ বড়াল বলেন, “ওই জমিকে ঘিরে মামলা চলছে। এখন তা বিচারাধীন। তারপরেও ওই জমিতে বাড়ি নির্মাণ করায় সেই বাড়ি ভেঙে দেওয়া হল।”

ছবি: অমিত লাল সিং দেও

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ