Advertisement
Advertisement

পাস-ফেল প্রক্রিয়া ফেরাতে ইচ্ছুক রাজ্য

কেন্দ্রের অনুমতি পেলেই এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী৷

WB Government wants the Pass-Fail system back for school education
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 27, 2016 9:56 am
  • Updated:July 25, 2022 12:50 pm

স্টাফ রিপোর্টার: স্কুলস্তরে পাস-ফেল ফেরাতে চায় রাজ্য সরকার৷ কেন্দ্রের সিদ্ধান্তের চিঠি হাতে পেলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তবে নবান্ন সূত্রে খবর, রাজ্য চাইছে, প্রাথমিক থেকেই ফিরে আসুক পাস-ফেল৷ ফিরতে পারে প্রাথমিক পর্যায়ের বৃত্তি পরীক্ষাও৷ মঙ্গলবারই সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন (ক্যাবে) কমিটির বৈঠকে কেন্দ্রের তরফে জানানো হয়, পাস-ফেল ফেরানো হবে৷ রাজ্যগুলি চাইলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণিতে পরীক্ষাব্যবস্থা চালু করতে পারে৷ তবে তার জন্য পড়ুয়াদের অন্তত এক বছর সময় দেওয়া প্রয়োজন৷

রাজ্য সরকার আগেও পাশ-ফেল পদ্ধতি চালুর পক্ষেই সওয়াল করেছিল৷ বুধবার নবান্নে শিক্ষামন্ত্রীকে কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হয়৷ তিনি স্পষ্ট বলেন, “রাজ্য চায়, পাস-ফেল পদ্ধতি ফিরুক৷ তবে আগে কেন্দ্র এ বিষয়ে চিঠি দিক৷ তারা পাস-ফেল ফিরিয়ে আনতে চায় কি না তা জানাক৷ কেন্দ্রের তরফে কোনও চিঠি না আসা পর্যন্ত এ নিয়ে কোনও মন্তব্য করব না৷ চিঠি এলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷”

Advertisement

তবে এদিন পার্থবাবু আরও জানান, পাস-ফেল প্রথা ফেরাতে উদ্যোগী রাজ্য৷ কিন্তু তা কোন ক্লাসে ফেরানো হবে তা এখনও কোনও সিদ্ধান্ত হয়নি৷ পুরনো পদ্ধতি ফেরানো যায় কি না তা পর্যালোচনা করে দেখা হবে বলে শিক্ষা দফতর সূত্রেও খবর৷ পার্থবাবুর মত, শিক্ষাব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে সব থেকে আগে প্রয়োজন স্কুলছুট যাতে না হয় সেদিকে নজর দেওয়া, বিশেষ ধরনের ক্লাসের ব্যবস্থা করা এবং স্কুলকে আরও আকর্ষণীয় ও উৎকর্ষমুখী করে তোলাই সব থেকে আগে প্রয়োজন৷ স্কুলশিক্ষা পাঠ্যক্রম কমিটির চেয়ারম্যান অভীক মজুমদারের কথায়, পাস-ফেল পদ্ধতি আগে যেমন ছিল, তা এখনও আছে৷ এখন সার্বিক নিরবচ্ছিন্ন মূল্যায়ন পদ্ধতিতে পড়ুয়াদের মূল্যায়ন হয়৷ এতে পড়ুয়াদের বছর নষ্ট হয় না৷ অর্থাৎ একই ক্লাসে দু’বার  আটকে রাখার নিয়ম নেই৷

শিক্ষাবিদ সুনন্দ স্যান্যাল বলেন, যখন প্রথমবার পাস-ফেল প্রথা তুলে দেওয়া হয়েছিল তখনই এর তীব্র বিরোধিতা করেছিলাম৷ এবার সেই পুরাতন পাস-ফেল প্রথা ফিরিয়ে আনার কথা ভাবা হচ্ছে জেনে ভাল লাগল৷ এই সিদ্ধান্তকে স্বাগত৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement