Advertisement
Advertisement

Breaking News

অনেক সিরিয়ালই সমাজের পক্ষে স্বাস্থ্যকর নয়: রাজ্যপাল

বুধবার এক অনুষ্ঠানে তিনি জানান, এমন অনেক সিরিয়াল সম্প্রচারিত হয়, যার বিষয়বস্তু সমাজের পক্ষে মঙ্গলজনক নয়৷

wb governor slams daily soaps for moral degradation of women
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 16, 2017 3:27 pm
  • Updated:March 16, 2017 3:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও কাহিনিতে একই স্বামীর একাধিক স্ত্রী৷ কোথাও বা দুই বউয়ের ষড়যন্ত্রের শিকার বাড়ির আর এক নিরীহ বউ৷ কোথাও বাচ্চাদের মুখে বসিয়ে দেওয়া হচ্ছে এমন কথা, যা মোটেও বাচ্চাদের নয়৷ কোথাও বা সরাসরি নির্যাতন, নিপীড়নের ইতিবৃত্ত৷ টিআরপি-র নেশায় বাংলা সিরিয়ালের দুনিয়ায় এরকম নানা বিষয়ের আকছার ঘোরাঘুরি৷ তা নিয়ে একশ্রেণির মানুষের মনে ক্ষোভ ছিল৷ সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে ইতিউতি তার প্রকাশও দেখা যাচ্ছিল৷ এবার উদ্বেগ প্রকাশ করলেন খোদ রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠিও৷ বুধবার এক অনুষ্ঠানে তিনি জানান, এমন অনেক সিরিয়াল সম্প্রচারিত হয়, যার বিষয়বস্তু সমাজের পক্ষে মঙ্গলজনক নয়৷

গীতা পাঠে সেরা হয়ে তাক লাগাল খুদে মুসলিম কন্যা ]

Advertisement

১৫ মার্চ ‘ফ্লো অ্যাডভোকেসি অ্যান্ড লিগাল সেল’ নামে এক নয়া উদ্যোগের সূচনা করেন রাজ্যপাল৷ নারীদের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে এই সেল আইনি সহায়তা প্রদান করবে৷ এর সূচনাতেই উঠে আসে সিরিয়ালের প্রসঙ্গ৷ সাধারণত সমাজেরই প্রতিফলন দেখা যায় সিরিয়াল বা সিনেমায়৷ কিন্তু কখনও কখনও তা এমন পর্যায়ে পৌঁছায় যা আদৌ নারীর সামাজিক চিত্রটি সঠিকভাবে তুলে ধরে না৷ বরং বিনোদনের অছিলায় মহিলাদের সম্পর্কে ভুল বার্তাই ছড়ায়৷ এ অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ সরব হয়েছেন৷ রাজ্যপালও যে এ ব্যাপারে যথেষ্ট উদ্বিগ্ন তা এদিন স্পষ্ট করে দিলেন তিনি৷ এই ধরনের সিরিয়াল সম্প্রচারকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিযে তিনি জানান, কোনও কোনও সিরিয়ালে সংসার ভাঙা, পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া ইত্যাদি যা দেখানো হচ্ছে তা সমাজের পক্ষে স্বাস্থ্যকর নয়৷

Advertisement

[ রাতের খাবার খেয়ে এঁটো বাসন ফেলে রাখেন রাতভর? সর্বনাশ! ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ