Advertisement
Advertisement

সব স্কুলে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা, খুশি শিক্ষক-বিদ্বজ্জনরাও

মাতৃভাষা মাতৃদুগ্ধ সম।

WB Govt. makes Bengali subject Mandatory in all schools
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 16, 2017 9:32 am
  • Updated:May 16, 2017 9:32 am

স্টাফ রিপোর্টার: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে কার্যকর করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ ইংরেজি, হিন্দি-সহ সমস্ত মাধ্যমের স্কুলেই বাংলা শেখানো বাধ্যতামূলক হচ্ছে রাজ্যে৷

কয়েকদিন আগে হাওড়ায় প্রশাসনিক বৈঠকে এমন প্রস্তাব দিয়েছিলেন মমতা৷ সোমবার রাতে শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন, সমস্ত স্কুলেই বাংলা বাধ্যতামূলক হবে৷ প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত এই নিয়ম চালু হবে৷ সরকারের এমন সিদ্ধান্তে খুশি বুদ্ধিজীবী মহল৷ কবি সুবোধ সরকার, শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী-সহ রাজ্যের সহিত্যিকরা মনে করছেন, মাতৃভাষা মাতৃদুগ্ধের মতো৷ ইংরেজি শিক্ষা অবশ্যই দরকার৷ ভবিষ্যত্‍ প্রজন্ম বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, বিভূতিভূষণ, শরৎচন্দ্র, তারাশঙ্কর, মানিকের মতো কালজয়ী লেখকের সৃষ্টি জানবে না এটা হতে পারে না৷

Advertisement

[ফের রাজ্য জুড়ে প্রবল ঝড়-বষ্টির পূর্বাভাস]

প্রসঙ্গত, ইংরেজিমাধ্যম স্কুলগুলিতে বাংলা আবশ্যিক নয়৷ আইসিএসই ও সিবিএসই বোর্ড অনুমোদিত স্কুলগুলিতে এবার বাংলা পড়াতে হবে৷ সিবিএসই বোর্ড সম্প্রতি হিন্দি ভাষা বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে৷ এ রাজ্যের ছাত্র-ছাত্রীরা বাংলা শিক্ষা থেকে কেন বঞ্চিত হবে সেই প্রশ্ন ওঠে৷ সমস্যার সমাধান করে দেন মুখ্যমন্ত্রী৷ তবে কেন্দ্রীয় বিদ্যালয়ে কীভাবে রাজ্যের এই নিয়ম চালু হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে৷ হাওড়ায় একটি প্রশাসনিক সভা থেকে তিনি শিক্ষামন্ত্রীর উদ্দেশে বলেছিলেন, সমস্ত স্কুলে তিনটি ভাষা শেখানো হোক৷ প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা ও তৃতীয় ভাষার মধ্যে অবশ্যই বাংলা থাকুক৷

Advertisement

[‘র‍্যানসমওয়্যার’ হামলার নেপথ্যে কিমের কোরিয়া, সন্দেহ বিশেষজ্ঞদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ