Advertisement
Advertisement

পঞ্চায়েত ভোটে নিরাপত্তা ইস্যুতে সর্বদলীয় বৈঠকের ডাক কমিশনের

ভিনরাজ্য থেকে বাহিনী আনার বিষয়ে উদ্যোগী রাজ্য সরকার।

WB govt-SEC to meet over panchayat poll security arrangements
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 27, 2018 4:53 pm
  • Updated:August 24, 2018 6:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন দফার পরিবর্তে এক দফায় ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন৷ একদিন রাজ্যের ২০টি জেলার ৪৩ হাজার ৬৭টি ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দেবেন ৫ কোটি ৮ লক্ষ ৩৫ হাজার ভোটার৷ ফলে, স্বাভাবিকভাবেই বড় হয়ে দাঁড়িয়েছিল নিরাপত্তা ইস্যু৷ এবার বিরোধীদের সমস্ত প্রশ্নের জবাব দিতে বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার৷ ভোটারদের নিরাপত্তা সংক্রান্ত সমস্ত বিষয় খতিয়ে দেখতে সর্বদলও ডাকা হয়েছে বলে খবর৷

[ভোটকর্মীদের নিরাপত্তায় কী ব্যবস্থা নিচ্ছে রাজ্য? রিপোর্ট তলব হাই কোর্টের]

জানা গিয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কোথায় কোথায় কেন বাহিনী পাঠাতে হবে, কোন বুথে কত জন করে নিরাপত্তা রক্ষী মোতায়েন হবে, তা এদিন বিস্তারিত আলোচনা হবে৷ পঞ্চায়েত ভোটে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আগামিকাল দুপুর ১টায় রাজ্য নির্বাচন কমিশনার এ কে সিংয়ের সঙ্গে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা পৃথকভাবে বৈঠক করবেন। এদিনের বৈঠকে সব রাজনৈতিক দল থেকে দু’জন করে প্রতিনিধিরা উপস্থিত থাকবেন৷

Advertisement

নবান্ন সূত্রে খবর, আগামী ১৪ মে সুষ্ঠুভাবে ভোট করাতে ইতিমধ্যেই বেশ কিছু সিদ্ধান্ত নেওয়ার কথা ভেবে রেখেছে রাজ্য সরকার৷ ২ লক্ষ ৯২ হাজার ভোট কর্মীর নিরাপত্তা ও ৫ কোটি ৮ লক্ষ ৩৫ হাজার ভোটারের নিরাপত্তায় প্রয়োজনে ভিন রাজ্য থেকে থেকে পুলিশ আনানোর ব্যাপারে উদ্যোগী হয়েছে সরকার৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে বেশ কয়েকটি প্রতিবেশী রাজ্য তাদের বাহিনী পাঠাবে বলেও প্রাথমিক ভাবে জানিয়েছে৷

[দুই ছেলেকে অপহরণ করেছে আরাবুল, পুলিশ সুপারের দ্বারস্থ ভাঙড়ের নির্দল প্রার্থী]

এছাড়াও রাজ্যের হাতে ৪৬ হাজার সশস্ত্র পুলিশ ও কলকাতা পুলিশকে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ রাজ্যের ৩০ শতাংশ কারারক্ষীকেও নির্বাচনে ব্যবহার করা হবে বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে৷ ফলে, পর্যন্ত নিরাপত্তা সুনিশ্চিত করতে ঠিক যা যা দরকার হয়, তাই করতে চাইছে রাজ্য সরকার৷ কারণ, ভোটের দিনে অশান্তি-গন্ডগোল হোক তা কোনওভাবেই চাইছে না নবান্ন৷ তবে, ভোট করানো নিয়ে বিরোধীদের তোলা অভিযোগ খতিয়ে দেখতেই এবার সর্বদল বৈঠক ডাকা হয়েছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement