Advertisement
Advertisement

Breaking News

বাড়িতে প্রাকৃতিক গ্যাস পৌঁছে দিতে গেইল-এর সঙ্গে গাঁটছড়া রাজ্যের

পরিবেশ বান্ধব এই গ্যাস সবক্ষেত্রেই মানুষের সুবিধা করবে৷

WB govt ties knot with GAIL to privide households with pipeline gas
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 22, 2017 9:34 am
  • Updated:June 22, 2022 3:44 pm

স্টাফ রিপোর্টার: বাড়ি বাড়ি পাইপলাইনে দূষণমুক্ত প্রাকৃতিক গ্যাস সরবরাহ করতে রাষ্ট্রায়ত্ত সংস্থা গেইল-এর সঙ্গে যৌথ উদ্যোগ করছে রাজ্য সরকার৷ প্রাথমিকভাবে মোট তিন হাজার কোটি টাকা বিনিয়োগ হবে৷ রাজ্যের সংস্থা গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশনের শেয়ার থাকবে ২৬ শতাংশ৷ পরিকাঠামো ও সম্পদের ভিত্তিতেই এই অংশীদারিত্ব ধরা হবে৷ দুই সংস্থা নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতেই ‘রোড ম্যাপ’ চূড়ান্ত করবে৷ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে যৌথ উদ্যোগের বিষয়টি অনুমোদিত হয়েছে৷ পরে নবান্নে্ সাংবাদিক সম্মেলনে শিল্প ও অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, “তিন হাজার কোটি টাকা বিনিয়োগ দিয়ে প্রকল্প শুরু হবে৷ বাড়ি বাড়ি ও পরে শিল্পের ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হবে৷ পরিবেশ বান্ধব এই গ্যাস সবক্ষেত্রেই মানুষের সুবিধা করবে৷” তবে কবে প্রকল্পটি চালু হবে, সে বিষয়ে স্পষ্ট জানাতে পারেননি শিল্পমন্ত্রী৷

(মাধ্যমিকে টোকাটুকি রুখতে কড়া হচ্ছে পর্ষদ)

প্রকল্প রূপায়ণে দ্রূত কাজে নেমে পড়তে বলেছেন মুখ্যমন্ত্রী৷ নবান্ন্ সূত্রে খবর, খুব শীঘ্র দুই সংস্থার শীর্ষ কর্তারা নিজেদের মধ্যে আলোচনা করবেন৷ আপাতত কলকাতা ও নিউটাউন, সল্টলেকে পাইপলাইনের কাজ শুরু হবে৷ কলকাতার পুরনো এলাকায় ইংরেজ আমলের পাইপলাইন পাতা রয়েছে৷ মূলত মধ্য কলকাতার কিছু অংশে পুরনো পাইপ বদল করতে হবে৷ গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড আপাতত পরিবহণের মাধ্যমে গ্যাস নিয়ে এসে কোনও কেন্দ্রে ‘গ্যাসিফিকেশন’ করবে৷ তারপর সেই গ্যাস নির্দিষ্ট চাপের মাধ্যমে পাইপলাইনে ছাড়া হবে৷ পরবর্তী ক্ষেত্রে অবশ্য পুরোটাই পাইপলাইনের মাধ্যমে করা হবে বলে সূত্রে খবর৷

Advertisement

(ফের মালদা থেকে উদ্ধার ২০০০ টাকার জাল নোট, গ্রেপ্তার ১)

এদিন ক্যাবিনেট বৈঠকে বিভিন্ন্ পাইপের কাজের সমন্বয়ে মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে একটি কমিটি গড়তেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ ফোনের কেবল, পানীয় জল বা নিকাশির পাইপ, বিদ্যুতের তারের সঙ্গে এবার যুক্ত হচ্ছে গ্যাসের পাইপলাইন৷ গেইল-এর পক্ষ থেকে গ্রিন ট্রাইবুনালে হলফনামা জমাও দেওয়া হয়েছে৷ অমিত মিত্রের বক্তব্য, “রাজ্যের সংস্থার ২৬ শতাংশ শেয়ার থাকায় বার্ষিক সাধারণ সভায় রাজ্যের বক্তব্য জানানো যাবে৷ উন্নত প্রযুক্তির ব্যবহারের ফলে দ্রূত কাজ হবে৷ শহরাঞ্চলের পর গ্রামেও একইভাবে কাজ হবে৷” প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে পেলে গৃহস্হের খরচ অনেকটাই কমবে বলেও মনে করা হচ্ছে৷ উল্লেখ্য, দিল্লি, মুম্বই, আমেদাবাদ, সুরাত, কানপুর, লখনউ-এর পর বেঙ্গালুরুতেও পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ শুরু হয়েছে৷ কলকাতাও এবার সেই বৃত্তে ঢুকে পড়ছে৷

Advertisement

OMG! প্রাইমারির টেটে চাকরি পেয়েছেন মিস্টার ‘Y’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ