Advertisement
Advertisement

লতা মঙ্গেশকরকে বঙ্গবিভূষণ রাজ্যের

পুজোর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বইয়ে গিয়ে কোকিলকণ্ঠী শিল্পীকে সম্মানিত করবেন৷

WB Govt. to confer Bangabibhushan award to Lata Mangeshkar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 18, 2016 9:19 am
  • Updated:September 18, 2016 9:19 am

স্টাফ রিপোর্টার:  এবার কিংবদন্তি লতা মঙ্গেশকরকে ‘বঙ্গবিভূষণ’ সম্মান দিচ্ছে রাজ্য সরকার৷ পুজোর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বইয়ে গিয়ে কোকিলকণ্ঠী শিল্পীকে সম্মানিত করবেন৷ আগেই এ ব্যাপারে শিল্পীর সঙ্গে যোগাযোগ করেছিল রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রী নিজেও তাঁর সঙ্গে কথা বলেন৷ শনিবার মুখ্যমন্ত্রী নবান্নে বলেন, “লতা মঙ্গেশকরের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল৷ আমি নিজেও যোগাযোগ করেছিলাম৷ এইচএমভি-র সঞ্জীব গোয়েঙ্কার মাধ্যমে যোগাযোগ করা হয়৷ উনি রাজি হয়েছেন৷ তাঁকে আমরা বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করব৷”

ক্ষমতায় এসেই প্রবাদপ্রতিম শিল্পী মান্না দে-কে একইভাবে বেঙ্গালুরুতে গিয়ে সম্মান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ মমতা শনিবার বলেন, “আজই আনুষ্ঠানিকভাবে শিল্পীকে চিঠি পাঠানো হয়েছে৷” আগামী ২৮ সেপ্টেম্বরই শিল্পী ৮৮ বছরে পা দেবেন৷  ২০০১ সালে লতা মঙ্গেশকর ভারতরত্ন সম্মানে ভূষিত হন৷ তার আগে ১৯৮৯ সালে পেয়েছেন দাদাসাহেব ফালকে সম্মান৷ মহারাষ্ট্রের সর্বোচ্চ সম্মানও পেয়েছেন৷ লতাজির সঙ্গে বাংলার সম্পর্ক দীর্ঘদিনের৷ অসংখ্য জনপ্রিয় বাংলা গান রয়েছে তাঁর৷ শচীন দেববর্মন, সলিল চৌধুরি, হেমন্ত মুখোপাধ্যায়, ভূপেন হাজারিকা, মান্না দে, রাহুল দেববর্মন, বাপি লাহিড়ীর সুরে বহু গান স্মরণীয় হয়ে রয়েছে৷ রবীন্দ্রসংগীতেও লতা মঙ্গেশকরের কণ্ঠ আজও জনপ্রিয়৷ বাংলার সংস্কৃতির চিরমুগ্ধও তিনি৷ মমতা তাই জানিয়েছেন, প্রচুর বাংলায় গান গেয়েছেন লতা মঙ্গেশকর৷ প্রচুর পারফরম্যান্স করেছেন৷ সেই সূত্রেই তাঁকে সম্মানিত করা হচ্ছে৷ পুজোর পর মুখ্যমন্ত্রীর সঙ্গে এইচএমভি-র সঞ্জীব গোয়েঙ্কা মুম্বইয়ে যাবেন৷ আরও দু’একজনের যাওয়ার কথা রয়েছে৷ সেখানেই কিংবদন্তি শিল্পীর হাতে রাজ্য সরকারের সর্বোচ্চ সম্মান তুলে দেওয়া হবে৷ মঙ্গেশকর পরিবারের আশা, উষা বা হৃদয়নাথের সঙ্গেও বাংলার নিবিড় যোগাযোগ রয়েছে৷

Advertisement

 

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ