Advertisement
Advertisement
Primary TET

‘ধরনায় বসে থাকলে চাকরি পাওয়া যাবে না’, TET আন্দোলনকারীদের হুঁশিয়ারি মন্ত্রী রথীন ঘোষের

রথীন ঘোষের মন্তব্যের ভিডিও ভাইরাল হতেই শুরু শোরগোল।

WB Minister Rathin Ghosh indirectly threats TET aspirants | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:October 23, 2022 8:06 pm
  • Updated:October 23, 2022 8:13 pm

অর্ণব দাস, বারাসত: ধরনা মঞ্চে বসে থাকলেই চাকরি পাওয়া যাবে না। চাকরি পাওয়ার একটি নির্দিষ্ট প্রক্রিয়া আছে। বারাসত (Barasat) দু’নম্বর ব্লকের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের উদ্দেশে কার্যত এমনই হুঁশিয়ারি দিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)। তাঁর এই বক্তব্যের ভিডিও ভাইরাল হতেই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

বারাসতের বিজয়া সম্মিলনীর মঞ্চে মন্ত্রী রথীন ঘোষ বক্তব্য রাখতে গিয়ে বলেন, “টেট নিয়ে বিভিন্ন জায়গায় দেখলাম প্রচুর আন্দোলন হচ্ছে। আমাদের রাজ্যের সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে ১১ হাজার ৬৬৫টি আসনের জন্য যাঁরা ২০১৪ এবং ২০১৭ সালে টেট উত্তীর্ণ হয়েছেন, তাঁরা ইন্টারভিউতে বসতে পারবেন। আমাদের দলের লোকেদের এগুলো বোঝাতে হবে। সব ছেলেমেয়েরা তো ওইভাবে চাকরি পাবেন না। বসে থাকলেই চাকরি দেওয়া যাবে, সেই ব্যবস্থা কিন্তু নেই। চাকরি পাওয়ার একটা প্রক্রিয়া আছে। প্রক্রিয়ার মধ্যে দিয়েই সেই সুযোগটা পাওয়া যাবে।” 

Advertisement

[আরও পড়ুন: মেলবোর্নে লেখা হল প্রতিশোধের ইতিহাস, হার্দিক-কোহলি ম্যাজিকে পাক বধ ভারতের]

২০১৪ সালে টেট (Primary TET) পাশ করার পরও চাকরির নিয়োগপত্র না পেয়ে অনশনে বসেন চাকরিপ্রার্থীরা। সল্টলেকের করুণাময়ীতে এপিসি ভবনের সামনে ১৪৪ ধারা জারি থাকায় চারদিন পর মাঝরাতে তাঁদের সেই ধরনা তুলে দেয় পুলিশ। চাকরিপ্রার্থীদের এত আন্দোলন সত্ত্বেও পর্ষদ  নমনীয় মনোভাব দেখাতে নারাজ। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালও একাধিকবার স্পষ্ট করে জানিয়েছেন, টেট পাশ করা মানেই চাকরি পাওয়া নয়। নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়েই তা পেতে হবে। আর সেই নিয়োগ প্রক্রিয়ায় সবরকম স্বচ্ছতা বজায় রাখতে বদ্ধপরিকর পর্ষদ। সে কথাই ফের শোনা গেল রাজ্যের খাদ্যমন্ত্রীর গলায়। 

[আরও পড়ুন: কোভিডে মা-বাবাকে হারানো খুদেদের সঙ্গে দিওয়ালির নাচ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর, ভাইরাল ভিডিও]

বিজয়া সম্মিলনীর মঞ্চে মন্ত্ৰী কেন্দ্রীয় এজেন্সির প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “আমাদের বিরুদ্ধে ইডি সিবিআই সারাক্ষণ লেগে আছে। ভারতবর্ষের যেখানে যেখানে বিরোধীরা আছে সেখানে সেখানেই এই ধরণের কার্যকলাপ হচ্ছে। এই করে তৃণমূল কংগ্রেসকে শেষ করা যাবে না।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement