Advertisement
Advertisement
Man arrested while making bomb at Purba Midnapur

WB Panchayat Poll 2023: বীরভূমের পর পূর্ব মেদিনীপুর, বোমা বাঁধতে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার যুবক

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের পুকুরপাড়ে বস্তা থেকে উদ্ধার বোমা।

WB Panchayat Poll 2023: Man arrested while making bomb at Purba Midnapur । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:June 25, 2023 2:18 pm
  • Updated:June 25, 2023 2:19 pm

রঞ্জন মহাপাত্র ও শাহজাদ হোসেন: বীরভূমের মাড়গ্রামের পর পূর্ব মেদিনীপুরের কাঁথি। পঞ্চায়েত ভোটের (WB Panchayat Vote 2023) আগে ফের বোমা বাঁধতে গিয়ে হাতেনাতে পাকড়াও এক যুবক। উদ্ধার দশটি বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম।

কাঁথির দেশপ্রাণ ব্লকের বসন্তিয়া গ্রামের পরিত্যক্ত বাড়িতে রবিবার সকালে বেশ কয়েকজন ভিড় জমান। তা দেখে সন্দেহ হয় সকলের। পরিত্যক্ত বাড়ির ভিতরে গ্রামবাসীরা দেখেন বোমা বাঁধার কাজ চলছে। সেখান থেকে হাতেনাতে এক যুবককে পাকড়াও করা হয়। গ্রামবাসীরা তাকে মারধর করে বলেও অভিযোগ। খবর দেওয়া হয় কাঁথির থানার পুলিশকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ওই যুবককে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে ১০টি বোমা উদ্ধার করা হয়েছে। এছাড়া বোমা বাঁধার সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়েছে। ওই যুবক কোনও রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কযুক্ত কিনা, তা এখনও জানা যায়নি।

Advertisement

[আরও পড়ুন: মাত্র কয়েক ঘণ্টার জন্য, ১০ বছর পর বাড়ি ফিরলেন সারদাকাণ্ডে অভিযুক্ত দেবযানী]

এদিকে, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের এক নম্বর ব্লকের জেঠিয়া ভদ্রপাড়ার বড়পুকুর পাড়ে বস্তার ভিতর থেকে বোমা উদ্ধার হয়। রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি উদ্ধার করে। বস্তায় আটটি সুতলি বোমা ছিল। দিনকয়েক আগে তৃণমূলের নামে এই গ্রামে হুমকি পোস্টার পড়েছিল। তার রেশ না কাটতেই বোমা উদ্ধারের ঘটনায় পঞ্চায়েত নির্বাচনের আগে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

স্থানীয় বাসিন্দা সুভাষ দাস বলেন, “আমার ৬০ বছর বয়স হল। কোনদিন গ্রামে অশান্তি হয়নি। এবার পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামে হুমকি পোস্টার পড়েছে। বোমা উদ্ধার হচ্ছে। এর পিছনে শাসকদল রয়েছে। তারাই গ্রামকে উওপ্ত করার চেষ্টা করছে।” যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল। জেঠিয়া গ্রামের তৃণমূলের বিদায়ী গ্রামপঞ্চায়েতের সদস্য দেবাশিস দাস জানান, “তৃণমূল ভয় পেয়েছে বিরোধীরা। রাতের অন্ধকারে চক্রান্ত করে নামে হুমকি পোস্টার ও বোমা রেখে তৃণমূলকে বদনাম করার চেষ্টা চলছে।” তৃণমূলের দাবি, কুৎসা ছড়ালেও জেঠিয়া গ্রামের দুটি বুথে বিপুল ভোটে জয়লাভ করবে তারা।

[আরও পড়ুন: জয়েনিং লেটার নিয়ে তরজার মাঝে রবিবার রাজ্য নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ