Advertisement
Advertisement

Breaking News

বুথের মধ্যেই আক্রান্ত বিজেপির মহিলা প্রার্থী, শাড়ি ছেঁড়ার অভিযোগ

ছাপ্পা ভোটে বাধা দেওয়াতেই এই ঘটনা। দেখুন ভিডিও।

WB panchayat poll: BJP woman activist attacked in Tehatta
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 14, 2018 11:54 am
  • Updated:August 21, 2018 9:04 pm

পলাশপাত্র, তেহট্ট: ছাপ্পা ভোটের প্রতিবাদ করায় বিজেপির মহিলা প্রার্থীর শাড়ি ছিঁড়ে নেওয়া হল। এমনই অভিযোগ উঠেছে শাসক তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত মহিলা প্রার্থীর নাম শুক্লা পোদ্দার। অভিযোগ, বুথে ছাপ্পা ভোটের চেষ্টা চলছিল। এই ঘটনার প্রতিবাদের সরব হন বিজেপি প্রার্থী শুক্লাদেবী। অভিযোগ, সঙ্গেসঙ্গেই তাঁকে টেনে হিঁচড়ে বুথ থেকে বের করে দেওয়া হয়। টানাটানিতে ছিড়ে যায় তাঁর শাড়ি। ঘটনাস্থল তেহট্টের বেতাই দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৭১ নম্বর বুথ।

[বাগদায় ছাপ্পা ভোট, বাংলাদেশ থেকে বহিরাগত ঢোকানোর অভিযোগ জ্যোতিপ্রিয়র]


গোটা ঘটনায়  ক্ষোভে ফেটে পড়েন শুক্লা পোদ্দার। বুথের বাইরে এসে প্রতিবাদে সরব হলে তাঁকে রীতিমতো হুমকি দেওয়া হতে থাকে। এমনকী, ঘটনাস্থল থেকে চলে যেতে বলা হয়। তাঁর চেঁচামেচির সামনে পড়ে গায়ে হাত দেওয়ার অভিযোগ অস্বীকার হামলাকারীদের। গোটা ঘটনায় তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আক্রান্ত বিজেপি প্রার্থী। এদিকে তৃণমূল প্রার্থীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ,  রবিবার রাতে তেহট্টের মোবারকপুরে আচমকাই তৃণমূল প্রার্থীর উপরে লাঠি, রড নিয়ে চড়াও হয় বিজেপির কর্মী সমর্থকরা। এই ঘটনায় সাত বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আক্রান্ত তৃণমূল প্রার্থীর নাম দেবু খাঁ। আশঙ্কাজনক অবস্থায় তেহট্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই প্রার্থী।

Advertisement

[জলপাইগুড়িতে দাউদাউ করে জ্বলল ব্যালট, রাজারহাটে ভেজানো হল জল ঢেলে]

পঞ্চায়েত ভোট শুরু হওয়ার পরেপরেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে। কোথা বুথজ্যাম থেকে শুরু করে বুথ দখল, ছাপ্পা ভোট, ব্যালট বাক্স ছিনতাই থেকে শুরু করে তাতে আগুন ধরানো বা ব্যালট বাক্সে জল ঢেলে দেওয়া কিছুই বাদ যায়নি নির্বাচনী নির্ঘণ্ট থেকে। সেই সঙ্গে রীতিমতো নির্বাচনী বিধি ভেঙে বুথের ২০০ মিটারের মধ্যে গিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। অভিযোগ, সেখানে এক বিজেপি এজেন্টকে চড়ও মেরেছেন তিনি। তবে সেই ঘটনা নাকি ভুল। রেজিনগরে ভোট গণনাও শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে কোচবিহারের ওখড়াবাড়িতে শুরু হয়েই ভোট শেষ হয়ে গিয়েছে। আড়াইঘণ্টায় ১০০ শতাংশ ভোট পড়েছে সেখানে। নদিয়াতে বাইক বাহিনী ভোট দিতে বাধা দেওয়ায় গ্রামের বাসিন্দারা সরব হন। নিজেরাই বাইকবাহিনীকে হটিয়ে ১১টি বাইকে আগুন জ্বালিয়ে দিয়েছেন।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ