BREAKING NEWS

১৪ চৈত্র  ১৪২৯  বুধবার ২৯ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

মঙ্গলবার প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফল!

Published by: Sangbad Pratidin Digital |    Posted: May 24, 2017 8:35 am|    Updated: May 24, 2017 12:08 pm

WBCHSE results to be declared on May 30: source

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী মঙ্গলবার অর্থাৎ ৩০ মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে। বুধবার রাজ্যের তরফে এ খবর জানিয়ে দেওয়া হল। যদিও সরকারিভাবে এখনও মাধ্যমিকের ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করা হয়নি।

গত সোমবারই রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, চলতি মাসের শেষেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। এদিন জানিয়ে দেওয়া হল, আগামী মঙ্গলবারই ঘোষণা করা হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল। সকাল ১০ টায় আনুষ্ঠানিক ঘোষণার পর ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে মার্কশিট। ওয়েবসাইটে পরীক্ষার্থীরা অনলাইনে ফলাফল দেখে নিতে পারবে। সকাল ১১টা থেকেই দেখা ফলাফল। এদিকে, মাধ্যমিক পরীক্ষার ফল আগামী শনিবার প্রকাশিত হবে মনে জানা যাচ্ছে। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন সাইটে গিয়ে ফলাফল জেনে নেওয়া যাবে।

www.exametc.com, www.knowyourresult.com, www.timesinternet.in, www.indiaresults.com, www.schools9.com, www.ExamResults.net/wb, www.resultsout.com, www.jagranjosh.com এবং Indiaccess.com

 

[সিয়াচেনে টহল দিতে শুরু করল পাক বায়ুসেনার ‘মিরাজ’]

গত মার্চে প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল৷ ছাত্রদের তুলনায় এবার প্রায় ৩৪ হাজার ৫০০ জন বেশি ছাত্রী পরীক্ষার্থী ছিল৷ নকল সরবরাহ, টোকাটুকি রুখতে ওই পরীক্ষাকেন্দ্রগুলিতে বসানো হয়েছিল সিসিটিভি ক্যামেরা৷ পাশাপাশি পরীক্ষাকেন্দ্রে মোবাইল ব্যবহারেও ছিল বাধা-নিষেধ। পরীক্ষার পর প্রায় দু’মাস পর সুষ্ঠুভাবেই ফল প্রকাশিত হবে বলে নিশ্চিত শিক্ষামন্ত্রী। এদিকে, এবছর মাধ্যমিক পরীক্ষায় বসেছিল প্রায় ১০ লক্ষ ৭২ হাজার ছাত্র-ছাত্রী। সেখানেও ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যাই ছিল বেশি ছিল। ছাত্রদের তুলনায় মোট ১,১৯,৮১৩ জন ছাত্রী বেশি পরীক্ষা দিচ্ছেন বলে জানিয়েছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, এই বছরই প্রথম এমসিকিউ ধাঁচের প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় যোগ হয়। পরীক্ষায় ৪০ শতাংশ নম্বরের মাল্টিপল চয়েস ও ১ নম্বরের প্রশ্ন ছিল।

[অশালীন মন্তব্য পোস্ট করায় সাসপেন্ড অভিজিতের টুইটার অ্যাকাউন্ট]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে