Advertisement
Advertisement

নকল ঠেকাতে নিজের কলমে জয়েন্ট নয়!

নকল করা আটকাতে এবার পরীক্ষাকেন্দ্রে কলম নিয়ে ঢোকা বাতিল করতে চাইছে জয়েণ্ট এনট্রান্স বোর্ড৷ আগামী বছর থেকেই এই নিয়ম কার্যকর করার কথা ভাবছে বোর্ড৷ এক্ষেত্রে পরীক্ষাকেন্দ্রে ঢোকার পর বোর্ডের পক্ষ থেকেই পরীক্ষার্থীদের কলম দেওয়ার ব্যবস্থা করা হবে৷

WBJEE board to prohibate Pen to stop copying
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 18, 2016 9:10 am
  • Updated:May 18, 2016 9:10 am

নকল করা আটকাতে এবার পরীক্ষাকেন্দ্রে কলম নিয়ে ঢোকা বাতিল করতে চাইছে জয়েণ্ট এনট্রান্স বোর্ড৷ আগামী বছর থেকেই এই নিয়ম কার্যকর করার কথা ভাবছে বোর্ড৷ এক্ষেত্রে পরীক্ষাকেন্দ্রে ঢোকার পর বোর্ডের পক্ষ থেকেই পরীক্ষার্থীদের কলম দেওয়ার ব্যবস্থা করা হবে৷

কেন এই ব্যবস্থা?

Advertisement

বোর্ডের চেয়ারম্যান সজল দাশগুপ্ত জানান, অনেক  সময় পরীক্ষার্থীরা নকল করার জন্য পেনের মধ্যে ‘ব্লু চিপ’ লুকিয়ে নিয়ে যায়৷ এই ব্যবস্থা রুখতেই এই ভাবনা৷ ইতিমধ্যেই এজন্য পরীক্ষাকেন্দ্রে হাতঘড়ির ব্যবহার বন্ধ করা হয়েছে৷ তবে পেন বাতিলের বিষয়টি এখনও ভাবনাচিন্তার স্তরে রয়েছে৷

Advertisement

অন্যদিকে মঙ্গলবার রাজ্যজুড়ে প্রায় নির্বিঘ্নেই রাজ্য জয়েণ্ট এনট্রান্স পরীক্ষা শেষ হয়েছে৷ ভুয়া পরীক্ষার্থী রুখতে ইতিমধ্যেই একাধিক  ব্যবস্থা  নিয়েছে বোর্ড৷ এদিন দক্ষিণ হাওড়ার একটি বেসরকারি স্কুল থেকে এক ভুয়া পরীক্ষার্থীকে পাকড়াও করা হয়৷ অবিনাশ আনন্দ নামে এক পরীক্ষার্থীর হয়ে সে পরীক্ষা দিচ্ছিল৷ পরীক্ষাকেন্দ্রের বাইরে বসে ছিল অবিনাশ৷ ছবি-সহ পরিচয়পত্র দেখার সময় ওই ভুয়া পরীক্ষার্থী ধরা পড়ে৷ দু’জনকেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ প্রসঙ্গত, পরীক্ষাকেন্দ্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার ঘটিয়ে নকল ঠেকাতে গত বছর থেকেই ‘হ্যান্ড হেল্ড সিগন্যাল ডিটেক্টর’ বসানো হয়েছে৷ এই ডিটেক্টর-সহ অন্যান্য বেশ কিছু নয়া প্রযুক্তির ব্যবহারে ভুয়া পরীক্ষার্থী চিহ্নিতকরণ আরও সহজ হয়েছে৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ