জাঁকিয়ে শীতের আমেজ উধাও! নিজস্ব ছবি
নিরুফা খাতুন: যাওয়ার বেলায় শীতের খামখেয়ালিপনা! সকালে রীতিমতো ঘাম হচ্ছে তো সন্ধে থেকেই আবার কনকনে শীতের আমেজ। শেয়ার বাজারের মতোই জেলায়-জেলায় তাপমাত্রার ওঠানামা চলছেই। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, তাপমাত্রা বাড়বে আজ, বুধবার ও কাল, বৃহস্পতিবার। সপ্তাহান্তে নিম্নমুখী হবে উষ্ণতার পারদ। রবিবারের মধ্যে ফের তিন-চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে।
হাওয়া অফিস বলছে, ফেব্রুয়ারির মাঝামাঝি শীতের বিদায়। বুধবার ও বৃহস্পতিবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে দু-চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। ইতিমধ্যে কলকাতার পারদ চড়েছে। স্বাভাবিকের উপরেই রয়েছে রাত ও দিনের তাপমাত্রা। বৃহস্পতিবার আরও বাড়বে তাপমাত্রা। সপ্তাহান্তে ফিরতে পারে শীতের আমেজ। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরের বেশিরভাগ জেলাতেই স্বাভাবিকের কাছাকাছি পারদ। তবে আগামী কয়েকদিনে তার চেয়ে দু ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করতে পারে।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ৭ জেলায় ঘন কুয়াশার দাপট বাড়বে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। বাকি জেলাগুলিতে খুব সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের চার জেলাতে আজ কুয়াশার দাপট। ঘন কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। আগামিকাল ঘন কুয়াশার দাপট থাকবে জলপাইগুড়ি কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। দৃশ্যমানতা নেমে আসবে ৫০ মিটারে। বাকি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.