ফাইল ছবি।
নিরুফা খাতুন: পর পর দুদিন বৃষ্টির ভ্রুকুটি। আগামী কাল অর্থাৎ রবি ও সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই পার্বত্য জেলা এবং উপকূলের তিন জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হবে। সেই নিম্নচাপ পশ্চিমমুখী শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হবে। এছাড়া দক্ষিণ বঙ্গোপসাগর থেকে একটি অক্ষরেখা রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত। ফলে আগামী দুদিন পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনাতে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সকালের দিকে মালদহ ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা থাকবে।
নভেম্বরের মাঝামাঝি রাজ্যে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। উত্তুরে হাওয়া প্রবেশের জন্য পরিবেশ অনুকূল হবে। নভেম্বরের ১৫ তারিখ থেকেই পারা পতন। চলতি মাসের মাঝামাঝি থেকে শীতের আমেজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। কলকাতাতেও একই সময় থেকে আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন আবহবিদরা। তবে আগামী চার-পাঁচ দিন নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.