Advertisement
Advertisement

Breaking News

Weather Update

উত্তরে আটকে বর্ষা, হাঁসফাঁস গরম-আর্দ্রতাই সঙ্গী দক্ষিণবঙ্গবাসীর

দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরেই থাকবে।

Weather Update, Sweltering heat and humidity are the companions of people of South Bengal
Published by: Suhrid Das
  • Posted:June 10, 2025 10:04 am
  • Updated:June 10, 2025 12:23 pm  

নিরুফা খাতুন: আপাতত দক্ষিণবঙ্গে বর্ষার সম্ভাবনা কম। পরিস্থিতি প্রতিকূল থাকার জন্য উত্তরবঙ্গেই আটকে রয়েছে বর্ষা। শুধু তাই নয়, চলবে প্রাণান্তকর পরিস্থিতি। হাঁসফাঁস গরম ও আদ্রতাজনিত অস্বস্তিতে ভুগতে হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গকে। আগামিকাল, বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত দু’দিন ঝড়বৃষ্টির সম্ভাবনাও কম থাকছে। আগামী ১২ জুন পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। মূলত পরিষ্কার আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরেই থাকবে। ফলে গরম ও অস্বস্তি দুই’ই বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি। তাই গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে। হাওয়ার গতিবেগ ও দক্ষিণবঙ্গের পরিবেশ এই মুহূর্তে মৌসুমি বায়ুর অনুকূল নয়। এমনই মনে করছেন আবহাওয়াবিদরা। উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকার উপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়াও দক্ষিণ-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। তার জেরেই উত্তর ওড়িশা উপকূল এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে অস্বস্তি বাড়ছে।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫৭ থেকে ৯২ শতাংশ। আজ, মঙ্গলবার ও আগামিকাল, বুধবার দক্ষিণবঙ্গজুড়েই অস্বস্তিকর পরিবেশ থাকবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উপকূল এলাকায় তাপমাত্রা থাকবে অনেকটাই বেশি। সপ্তাহের শেষ দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। শুক্রবারে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং হাওড়া জেলাতে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা, মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে।

উত্তরবঙ্গে কমবেশি বৃষ্টি চলবে। আগামী শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলায়। বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এমনই জানাচ্ছে হাওয়া অফিস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement