Advertisement
Advertisement
করোনা

রাজ্যে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, ২৪ ঘণ্টায় মৃত্যু আরও ছ’জনের

শেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৯,২৩৬ জনের।

West Bengal: 183 more tested positive in last 24 hours

ফাইল ফটো

Published by: Sulaya Singha
  • Posted:May 27, 2020 8:02 pm
  • Updated:May 28, 2020 7:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চতুর্থ দফার লকডাউনেও করোনা সংক্রমণের হারে উদ্বেগ জারি রাজ্যবাসীর মধ্যে। মঙ্গলবারের তুলনায় বুধবার করোনা সংক্রমণের মাত্রা সামান্য কম হলেও দুশ্চিন্তা বাড়ার কারণ রয়েই গিয়েছে। কারণ ভিনরাজ্য থেকে ফেরা হাজারো শ্রমিক। তাঁদের রাজ্যে পা রাখার পর থেকেই হু হু করে বাড়ছে ভাইরাসের সংক্রমণ। এদিন স্বাস্থ্যদপ্তরের তরফে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮৩ জন। গতকাল যে সংখ্যাটা ছিল ১৯৩। সব মিলিয়ে এ রাজ্যে এখনও পর্যন্ত ৪,১৯২ জনের শরীর মিলেছে করোনার জীবাণু। অ্যাকটিভ কেস ২,৩২৫।

[আরও পড়ুন: আমফানের ক্ষত এখনও দগদগে, তার মধ্যেই কলকাতা-সহ রাজ্যজুড়ে ব্যাপক ঝড়বৃষ্টি]

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬ জনের। যা তুলনামুলকভাবে কম হওয়ায় কিছুটা স্বস্তিতে প্রশাসন। বাংলায় কোভিড-১৯-এ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১৭ জনে। তবে আক্রান্তের সংখ্যায় উদ্বেগ বজায় থাকছেই। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১,৫৭৮ জন। গত ২৪ ঘণ্টাতেই সুস্থ হয়েছেন ৯২ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১,৬৬,৫১৩ জনের। শেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৯,২৩৬ জনের। ক্রমশ বাড়তে থাকা আক্রান্তের সংখ্যা উদ্বেগ বাড়ালেও কিছুটা আশার আলো দেখাচ্ছেন করোনা জয়ীরা।

Advertisement

এদিকে এদিনই গ্রিন জোন পুরুলিয়ায় আক্রান্তের খোঁজ মেলায় বেড়েছে উদ্বেগ। আবার গত ৪৮ ঘণ্টায় মধ্যে বনগাঁ মহাকুমায় ১৫ জন পরিযায়ী শ্রমিকের দেহে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গাইঘাটা ব্লকের ১৪ জন ও বাগদার ১ জন এই মারণ ভাইরাসে আক্রান্ত। বনগাঁ মহকুমা হাসপাতালে তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গল ও বুধবার তাঁদের রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তদের রাজারহাট নিউটাউন করোনা হাসপাতালে পাঠিয়েছে প্রশাসন।

Advertisement

[আরও পড়ুন: নিঃশব্দে দু’মাস ধরে অনাথ-দুস্থদের খাওয়াচ্ছে, এবার আমফান বিধ্বস্তদের পাশে এই স্বেচ্ছাসেবী সংগঠন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ