Advertisement
Advertisement
West Bengal Assembly polls

‘যত বলছে জয় শ্রীরাম, তত বাড়ছে গ্যাসের দাম’, শালতোড়া থেকে বিজেপিকে খোঁচা অভিষেকের

আর কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

West Bengal Assembly polls: TMC MP Abhishek Banerjee attacks BJP over price hike | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 17, 2021 4:48 pm
  • Updated:March 17, 2021 4:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শালতোড়ার সভা থেকে বুধবার ফের বিজেপিকে তুলোধোনা করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে খোঁচা দিলেন কেন্দ্রকে। বললেন, “বহিরাগতদের বাংলা ছাড়া করব, এটাই চ্যালেঞ্জ।”

রাজ্যে নির্বাচনের দামামা বেজে গিয়েছে। দশদিনের মাথায় বঙ্গে প্রথম দফার নির্বাচন (West Bengal Assembly Elections)। প্রথম দফায় যে ৩০টি আসনে ভোট হবে তার মধ্যে রয়েছে বাঁকুড়ার শালতোড়া। বুধবার শালতোড়ায় রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর যোগ দেন সভায়। সেখান থেকে একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তিনি। গ্যাসের আকাশছোঁয়া দাম প্রসঙ্গে কেন্দ্রকে বিঁধে অভিষেক বলেন, “যতবার জয় শ্রীরাম স্লোগান উঠছে, ততই গ্যাসের দাম বাড়ছে।” ফের কেন্দ্রীয় নেতাদের বহিরাগত বলে কটাক্ষ করেন তিনি। দাবি করেন, বারবার বঙ্গ সফরে এসেও কোনও লাভ করতে পারবে না গেরুয়া শিবির। মমতার প্রসঙ্গ উত্থাপ্পন করে হুঙ্কার দিয়ে অভিষেক বলেন, “ভাঙা পায়ে যুদ্ধ করেই আগামী দিনে বাংলায় জয় ছিনিয়ে নিয়ে আসব। ভোটের সময় দিল্লির নেতারা ডেলি প্যাসেঞ্জারি করছেন। কিন্তু করোনাকালে কাউকে তো অনুবীক্ষণ যন্ত্রেও খুঁজে পাওয়া যায়নি। কোনও বহিরাগত শক্তির কাছে নয়, বাংলার জনগণের কাছে মাথা নত করব। যদি হেরে যাই রাজনীতির ময়দানে পা রাখব না।” 

Advertisement

[আরও পড়ুন: এপ্রিলে মমতার হয়ে প্রচারে আসছেন শরদ পওয়ার! আপত্তি জানিয়ে NCP-কে চিঠি কংগ্রেসের]

শালতোড়ার সভা থেকে সাধারণ মানুষের উদ্দেশে অভিষেক বলেন, “আমাদের লড়াই মমতাকে জেতানোর জন্য নয়, বহিরাগতদের হারানোর জন্য।” এদিন ফের বিজেপির কেন্দ্রীয় নেতাদের চ্যালেঞ্জ ছুঁড়ে তৃণমূল সাংসদ বলেন, “ক্ষমতা থাকলে ২ মিনিট বাংলায় কথা বলুন, আমি ১ ঘণ্টা হিন্দিতে কথা বলব।” অর্থাৎ এদিনও সাংসদের নিশানায় ছিলেন বিজেপির নেতারা। উল্লেখ্য, বিজেপিকে আক্রমণের পাশাপাশি এদিন রাজ্যের উন্নয়নের খতিয়ান সকলের সামনে তুলে ধরেন তিনি। কন্যাশ্রী, শিক্ষাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী প্রকল্পের কথা সকলকে স্মরণ করিয়ে দেন। 

Advertisement

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে কড়া চিঠির জের, ফের সুদীপ জৈনের বিরুদ্ধে কমিশনে যাচ্ছে তৃণমূল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ