Advertisement
Advertisement

Breaking News

West Bengal CM Mamata Banerjee in Egra, visits blast victim's families

Mamata Banerjee: ‘রাজনীতি করতে আসিনি’, এগরা বিস্ফোরণ কাণ্ডে আর্থিক সাহায্য ঘোষণা করে ক্ষমাপ্রার্থী মুখ্যমন্ত্রী

নিজে দাঁড়িয়ে নিহতদের পরিজনদের নিয়োগপত্র এবং চেক হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। 

West Bengal CM Mamata Banerjee in Egra, visits blast victim's families । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:May 27, 2023 11:14 am
  • Updated:May 27, 2023 12:49 pm

রঞ্জন মহাপাত্র, কাঁথি: বিস্ফোরণের এগারো দিন পর এগরার খাদিকুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্ফোরণ কাণ্ডে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। নিহতদের পরিবারপিছু আড়াই লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেন মমতা। এছাড়া নিহতদের পরিবারপিছু একজনকে হোমগার্ডের চাকরিও দেন। নিজে দাঁড়িয়ে প্রত্যেকের হাতে নিয়োগপত্র এবং চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্ত পরিবারের খুদে সদস্যদের পড়াশোনার দায়িত্ব নেওয়ারও নির্দেশ দেন। 

গত ১৬ মে, এগরার খাদিকুল ব্লকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এখনও পর্যন্ত এই ঘটনা ভানু বাগ-সহ তেরোজনের মৃত্যু হয়েছে। গ্রেপ্তারিও জারি রয়েছে। ঘটনার এগারো দিন পর ওই এলাকায় মমতা। তিনি জানান, দুর্যোগের কারণে আগে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে পারেননি মমতা। শনিবার খাদিকুলে গিয়ে সকলের কাছে ক্ষমাও চান তিনি।

Advertisement

[আরও পড়ুন: ‘জবরদস্তি ফুটপাত দখল করে হকারি নয়, লাগবে লাইসেন্স’, নীতি স্পষ্ট করলেন ফিরহাদ]

মমতা বলেন, “এগরার ঘটনায় আমাদের চোখ খুলে গিয়েছে। এবার থেকে বাজি কারখানায় আর ফায়ার ক্র্যাকার নয়, গ্রিন ক্র্যাকার তৈরি হবে। বিস্ফোরণে প্রাণহানি রুখতে ক্লাস্টার তৈরি করা হবে। আমরা মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি তৈরি করেছি। বেআইনি বাজি কারখানায় অনেকেই চাকরি করেন। তাঁরা যাতে চাকরিহারা না হন, সেদিকেও নজর থাকবে।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “কিছু দুষ্টু লোক এসব কাজ করে। বাংলায় তৈরি হওয়া বাজি ওড়িশায় যাচ্ছে। আগে বাংলার বর্ডার সিল করুন।”

Advertisement

এগরা বিস্ফোরণ কাণ্ড নিয়ে অনেকে রাজনীতি করার চেষ্টা করছেন বলেও অভিযোগ মুখ্যমন্ত্রীর। এই প্রসঙ্গে মমতা বলেন, “আমি রাজনীতি করতে আসিনি। সকলকে সাহায্য করতে এসেছি।” এরপরই নিহতদের পরিবারের লোকজনের প্রতি সমবেদনা জানান তিনি। নিহতদের পরিবারপিছু আড়াই লক্ষ টাকা এবং একজনের হোমগার্ডের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন। মমতা পাশে দাঁড়ানোয় বিপদের দিনে আশার আলো দেখছেন নিহতদের পরিজনেরা।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ইউক্রেনের পর রণদামামা সার্বিয়ায়, পরিস্তিতিতে তীক্ষ্ম নজর দিল্লির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ