Advertisement
Advertisement
মাদ্রাসায় বেতনবৃদ্ধি

দীর্ঘ আন্দোলনের সুফল, মাদ্রাসা শিক্ষক-অশিক্ষক কর্মীদের বেতনবৃদ্ধির বিজ্ঞপ্তি জারি

১ এপ্রিল, ২০১৯ থেকে কার্যকর নয়া বেতন কাঠামো।

West Bengal govt announces pay hike for Madrasa staffs
Published by: Sucheta Sengupta
  • Posted:March 7, 2020 4:45 pm
  • Updated:March 7, 2020 4:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি অর্থবর্ষ শেষের আগেই মাদ্রাসার শিক্ষক ও অশিক্ষক কর্মীদের মুখে হাসি ফুটিয়ে বেতনবৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। এমএসকে, এসএসকে কর্মীদের বেতন বাড়ল গড়ে ৪০০০ টাকা। আজই সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি হয়েছে। আর তা দেখেই খুশি রাজ্যের মাদ্রাসা শিক্ষক ও অশিক্ষক কর্মীরা। পয়লা এপ্রিল, ২০১৯ থেকে কার্যকর হচ্ছে নয়া বেতন কাঠামো।

MSK-SSK-notice

Advertisement

নতুন বছরের প্রথম দিন থেকে রাজ্য সরকারি কর্মচারীরা বর্ধিত হারে বেতন পাচ্ছেন। সর্বস্তরে এই কাঠামো চালু হলেও, মাদ্রাসার শিক্ষক ও অশিক্ষক কর্মীরা সেই সুবিধা পাচ্ছিলেন না। এ নিয়ে তাঁরা দীর্ঘ সময়ে ধরে আন্দোলনও করেছেন। এবার তার সুফল হাতে পেলেন। শনিবারই নবান্নের সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দপ্তর নির্দেশিকা জারি করেছে। যাতে কোন পদে থাকা শিক্ষক ও কর্মীর বেতন কতটা বাড়ল, তার বিস্তারিত উল্লেখ রয়েছে। মাসিক বেতন একলাফে গড়ে বেড়ে গেল চার থেকে সাড়ে চার হাজার টাকা। বকেয়া এরিয়ার-সহ এবছরই তাঁরা হাতে পাবেন সেই টাকা। এতে রাজ্যের কয়েক লক্ষ কর্মী উপকৃত হবেন বলে খবর।

Advertisement

[আরও পড়ুন: দুর্ঘটনায় পা হারিয়েছেন বাবা, সংসারের হাল টানতে বাস চালাচ্ছেন তরুণী]

নয়া বেতন কাঠামো অনুযায়ী-

  • ১০৪২১ টাকা বেতন বেড়ে দাঁড়িয়েছে ১৪০০০ টাকা।
  • ৯৬৭৫ টাকা বেতন বেড়ে দাঁড়িয়েছে ১৩০০০ টাকা।
  • ৮৯৩০ টাকা বেতন বেড়ে দাঁড়িয়েছে ১২০০০ টাকা।

প্রায় সব স্তরেই এই হারে বেতন বেড়েছে। গ্রুপ ডি কর্মীদের বেতন ৫৬৫৬ টাকা বেড়ে হয়েছে ৯০০০ টাকা। শিশুশিক্ষা কেন্দ্রের কর্মীদের বেতনও ১০০০০ টাকায় পৌঁছেছে। সেইসঙ্গে পাওনা এরিয়ার। সবমিলিয়ে, নতুন বছরের প্রথমদিকে বেতনবৃদ্ধিতে মুখের হাসি চওড়া হয়েছে মাদ্রাসা কর্মীদের। নয়া বেতন কাঠামো অনুযায়ী, গত বছরের এপ্রিল থেকে বাড়তি বেতন তাঁরা একসঙ্গেই হাতে পাবেন।

[আরও পড়ুন: অশ্লীল শব্দ ব্যবহার করে গান রেকর্ড, প্রধান শিক্ষিকার কাছে ক্ষমা চাইল ৪ ছাত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ