BREAKING NEWS

২০ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ৪ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

Coronavirus: রাজ্যে ফের বাড়ল বিধিনিষেধের সময়সীমা, এখনই চলছে না লোকাল ট্রেন

Published by: Tiyasha Sarkar |    Posted: September 15, 2021 12:54 pm|    Updated: September 15, 2021 1:51 pm

West Bengal govt extends corona curbs | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে ফের বাড়ল বিধিনিষেধের সময়সীমা। আরও ১৫ দিন অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানাল রাজ্য। জারি থাকবে রাত্রিকালীন বিধিনিষেধও। 

করোনা (Coronavirus ) পরিস্থিতির মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছে রাজ্য। মে মাস থেকে রাজ্যে জারি কড়া বিধিনিষেধ। প্রথম দিকে গণপরিবহণ, জিম, রেস্তরাঁ, পার্ক, সিনেমা হল সমস্ত কিছু বন্ধ থাকলেও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। একাধিক ক্ষেত্রে ছাড় দিয়েছে রাজ্য। এর আগে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে কোভিড বিধিনিষেধ জারি ছিল। আজ অর্থাৎ বুধবার রাজ্যের তরফে নির্দেশিকা জারি করে বাড়ানো হল বিধিনিষেধের সময়সীমা। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে জারি থাকবে নিষেধাজ্ঞা। রাত ১১ থেকে ৫ টা পর্যন্ত জারি থাকবে নাইট কারফিউ। এখনই খুলছে না স্কুল, কলেজ-সহ কোনও শিক্ষাপ্রতিষ্ঠান।

[আরও পড়ুন:মহিলাদের লাগাতার প্রতারণা, কলকাতা পুলিশের ‘হানি ট্র্যাপে’ ধরা পড়ল অভিযুক্ত ]

তবে এদিনের নির্দেশিকায় লোকাল ট্রেনের (Local Train) কোনও উল্লেখ করা হয়নি। এতেই স্পষ্ট যে চলতি মাসেও চলবে না লোকাল ট্রেন। লোকাল ট্রেন পরিষেবা চালু না হলেও বর্তমানে স্টাফ স্পেশ্যাল ট্রেন চলছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সেভাবেই চলবে। এদিনের নির্দেশিকায় ফের কঠোরভাবে কোভিডবিধি পালনের পরামর্শ দেওয়া হয়েছে। বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে মাস্ক, স্যানিটাইজার। পালন করতে হবে দূরত্ববিধি। সে সমস্ত সংস্থা ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে সেক্ষেত্রে কর্মীদের নিরাপত্তার স্বার্থে কোভিড প্রোটোকল পালনের দিকে বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে জোর দেওয়ার কথা বলা হয়েছে। 

উল্লেখ্য, রাজ্যে বিধিনিষেধ জারি থাকলেও বর্তমানে লোকাল ট্রেন ছাড়া সমস্ত গণপরিবহণই মিলছে।খুলেছে বিনোদন পার্ক, সিনেমা, রেস্তরাঁ। এছাড়াও একাধিক ক্ষেত্রে মিলেছে ছাড়। 

[আরও পড়ুন: ‘দুয়ারে রেশন’ প্রকল্পে স্থগিতাদেশ নয়, হাই কোর্টে স্বস্তি রাজ্যের, রাজ্যজুড়ে শুরু পাইলট প্রজেক্ট]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে