Advertisement
Advertisement

রাজ্যে এবার ৩৬৫ দিনই মিলবে মদ

এবার থেকে তিন তারা বা তার চেয়ে উন্নত হোটেল বারগুলি ৩৬৫ দিনই খোলা থাকবে৷

West Bengal is officially ending Dry Days across the state
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 23, 2016 7:53 pm
  • Updated:August 23, 2016 7:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ড্রাই ডে? সেটা আবার কী? আমাদের রাজ্যে ওসব কিছু নেই৷

হ্যাঁ৷ এবার থেকে হাসি মুখে এ কথা বলার সুযোগ পাবেন বঙ্গবাসী৷ এ রাজ্যে ঘুরতে আসা বিদেশি পর্যটকদেরও পোয়া বারো৷ কেন? কারণ এবার থেকে ড্রাই ডে-তেও ক্রেতা অনায়াসে মদ কিনতে পারবেন৷

Advertisement

140807370

ড্রাই ডে৷ অর্থাৎ বছরের বিশেষ কয়েকটি জাতীয় ছুটির দিন মদের দোকান বন্ধ রাখা হয়৷ প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, গান্ধী জয়ন্তী, মহরমের দশম দিন ও দোলযাত্রায় সহকর্মী বা বন্ধুদের সঙ্গে মদ্য পানের আসর বসাতে হলে এতদিন আগে থেকে মদ কিনে রাখতে হত৷ অথবা অতিরিক্ত গাঁটের কড়ি খরচ করে নানা জায়গা খুঁজে কোনওক্রমে মদ কেনা সম্ভব হত৷ কিন্তু এবার থেকে আর এত খাটা-খাটনি করতে হবে না৷ কারণ এবার বছরের এইসব দিনগুলিতেও দুপুর ২টা পর্যন্ত মদের দোকান খোলা থাকবে৷ এখানেই শেষ নয়৷ এবার থেকে তিন তারা বা তার চেয়ে উন্নত হোটেল বারগুলি ৩৬৫ দিনই খোলা থাকবে৷ যাঁরা বার ও নাইট ক্লাবে যেতে পছন্দ করেন, তাঁদের আর হতাশ হয়ে ফিরতে হবে না৷

সম্প্রতি বিহারে মদ কেনা-বেচার উপর নিষেধাজ্ঞা জারি করেছে সেখানকার সরকার৷ কিন্তু এক্কেবারে অন্যপথে হেঁটে তাক লাগিয়ে দিল পশ্চিমবঙ্গ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement