BREAKING NEWS

১৪ আশ্বিন  ১৪২৭  বৃহস্পতিবার ১ অক্টোবর ২০২০ 

Advertisement

নববর্ষের বিকেলেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, প্রবল বর্ষণে ভিজতে পারে দক্ষিণবঙ্গ

Published by: Soumya Mukherjee |    Posted: April 14, 2020 1:46 pm|    Updated: April 14, 2020 1:46 pm

An Images

ফাইল ফটো

নবেন্দু হাজরা: বাংলা বছরের শুরুর দিনেই প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গেল আবহাওয়া দপ্তর সূত্রে। আরও জানা গিয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের চার জেলায়। মঙ্গলবার সকালে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে বেলা বাড়লে আবহাওয়া (weather) ‘র পরিবর্তন হবে। আর বিকেল ও সন্ধ্যার দিকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ বিকেলে কলকাতা, দুই ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। উত্তরবঙ্গের দার্জিলিং-সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে কলকাতায়। এমনিতে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭,১ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিক ৩৫.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৩ থেকে ৯৪ শতাংশ। তবে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি শহরে।

[আরও পড়ুন: মন খারাপের পয়লা বৈশাখ, শুভেচ্ছা বিনিময় ভুলে সমাজসেবায় মনোনিবেশ রাজ্যের মন্ত্রীদের ]

 

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে সিকিম ও উত্তরবঙ্গ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ওড়িশা উপকূল পর্যন্ত। এর প্রভাবেই আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বিকেলে বৃষ্টি হওয়ার পাশাপাশি বুধবারও রাজ্যের বেশিরভাগ জেলাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃহস্পতি ও শুক্রবার সিকিম সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হওয়া বইবে। বজ্রবিদ্যুৎ-সহ শিলা বৃষ্টিও হতে পারে।

[আরও পড়ুন: লিলুয়ায় করোনা পজিটিভের হদিশ, আক্রান্তের বিদেশ যোগ না থাকায় চিন্তায় প্রশাসন]

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement