Advertisement
Advertisement

ভোটের যুদ্ধ শেষ, বেলাশেষে একপাতে খিচুড়ি খেলেন যুযুধান তৃণমূল-বিজেপি কর্মীরা

এই কি গণতন্ত্রের উৎসব নয়!

West Bengal panchayat polls: BJP-TMC cadres share meal after polling ends
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 14, 2018 5:27 pm
  • Updated:May 14, 2018 5:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে বিরোধীরা যখন গেল গেল রব তুলতে শুরু করেছেন, ঠিক তখনই ভোটের উৎসবে নজির গড়ল গাজলডোবা৷ ভোটের হিংসা-অশান্তি লাটে তুলে এক ছাতার নিচে পাত পেড়ে খেল শাসক-বিরোধী শিবির৷

ভোট উপলক্ষে বেলাশেষে উৎসবের আমেজে মাতল মালবাজার মহকুমার গাজলডোবা৷ আজ, সোমবার ভোট শেষে ভোটারদের খাওয়া-দাওয়ার আয়োজন করল তৃণমূল৷ দুপুরে বিনা পয়সায় পাত পেড়ে খেতে পাওয়ার বেশ খুশি গ্রামের বাসিন্দারা৷ এই প্রসঙ্গে তৃণমূল নেতা দুলাল বিশ্বাস বলেন, ‘‘এখানে কোনও রেষারেষি নেই৷ বছরের একটা দিন বড় থেকে ছোট, সকলে একসঙ্গে বসে খাওয়ার আয়োজন করা হয়৷ এখানে যেমন তৃণমূলের ভোটার আসছেন খেতে, ঠিক তেমনই বিজেপি ও সিপিএমের কর্মীরাও এসে খেয়ে যাচ্ছেন৷’’

Advertisement

 ভোটে নেই আরাবুল, অশান্ত ভাঙড়ে কেমন হল গণতন্ত্রের উৎসব? ]

Advertisement

আজ বেলা হতে না হতেই খিচুড়ি ও সবজি চেটেপুটে খেতে দেখা যায় গ্রামের বাসিন্দাদের৷ তবে, এর জন্য গ্রামের মানুষকে পয়সা খরচ করতে হচ্ছে না৷ তৃণমূলের পক্ষ থেকেই এই খাওয়ার আয়োজন করা হয়েছে৷ শুধু এলাকার মানুষেই নয়, অন্য গ্রাম কিংবা পথচলতি মানুষ চেয়ারে বসে চেটেপুটে খেয়ে নিচ্ছে খিচুড়ি-সবজি৷ আর এতেই খুশি এলাকার মানুষ৷ স্থানীয় বাসিন্দা রেণুবালা হালদার বলেন, ‘‘এক সঙ্গে সবাই বসে খাওয়া দাওয়া করছি, এটা বড় আনন্দের৷ আমাদের এখানে কোনও রেষারেষি নেই৷’’ ভোটার মিনা বৈরাগীর বক্তব্য, ‘‘আজ বাড়িতে রান্না করিনি৷ ভোট দিয়ে এখানে সবার সঙ্গে বসে খাওয়া-দাওয়া করে বাড়ি যাব৷ যেন, একটা বড় উৎসবে আমারা সবাই সামিল হয়েছি৷’’ রাঁধুনি মৌসুমি সরকার বলেন, ‘‘সকাল থেকে আমরা কয়েকজন মিলে রান্না করছি৷ প্রায় ২-৩ হাজার মানুষ আজ এখানেই খাবেন৷’’

[  ভোটের আঁচে তপ্ত বাংলায় কোথায় কোথায় পড়ল মৃত্যুর ছায়া? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ