Advertisement
Advertisement

পঞ্চায়েত নির্বাচনে জয় পেতে ভাইরাল তৃণমূলের উন্নয়ন বার্তা

সোশ্যাল মিডিয়ায় কন্যাশ্রী, যুবশ্রীর হাত ধরেই পঞ্চায়েত বৈতরণী পারের উদ্যোগ তৃণমূলের।

West Bengal panchayat polls: TMC banks on development in East Midnapore
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 11, 2018 7:15 pm
  • Updated:April 11, 2018 7:15 pm

রঞ্জন মহাপাত্র, কাঁথি: লক্ষ্য পঞ্চায়েত নির্বাচনে জয়। মনোনয়ন পর্ব মিটতেই তাই উন্নয়নের তালিকাকে সামনে রেখে প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস। উন্নয়নের খতিয়ান তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে প্রচার। সেই উন্নয়নী বার্তায় থাকছে কেন তৃণমূলকে সমর্থন করবেন? কারণ হিসেবে তুলে ধরা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের নতুন নতুন প্রকল্প। এমনই প্রচারের ছবি পাওয়া গেল পূর্ব মেদিনীপুরের কাঁথিতে।

[আসন সংখ্যার তুলনায় দেড়গুণ বেশি প্রার্থী, বিক্ষুদ্ধদের নিয়ে নাজেহাল শাসকদল]

নতুন নতুন জনকল্যাণমূলক প্রকল্প। যেগুলি রাজ্যবাসীর স্বার্থেই গত কয়েকবছরে তৃণমূল সরকার চালু করেছে। সেই প্রকল্পের মধ্যেই রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বজয়ী কন্যাশ্রী প্রকল্পও। মনোনয়ন তো মিটেছে। এবার রাজনৈতিক জমি করায়ত্তে রাখতে প্রত্যেকটি রাজনৈতিক দল নিজের নিজের জায়গা থেকে প্রচার শুরু করেছে। জনসমর্থনকে নিজেদের দিকে টানতে বিভিন্ন দলের রাজনৈতিক কর্মী সমর্থকরা ঘুঁটি সাজিয়েছে। প্রচারের খাতিরে কাঁথিতে ইতিমধ্যেই বিরোধীদের বেশ খানিকটা পিছনে ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। কেন মানুষ তৃণমূলকেই সমর্থন করবে, তার কারণ হিসেবে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হয়েছে রাজ্যসরকারের উন্নয়নী প্রকল্পের বিবরণ। সেই বিবরণীর তালিকা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে। ইতিমধ্যেই শেয়ার হতে হতে তা প্রায় ভাইরালের চেহারা নিয়েছে।

Advertisement

কী থাকছে সেই উন্নয়নের বার্তায়?

Advertisement

আসন্ন পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করুন। কেন তৃণমূলকে সমর্থন করবেন? কেননা আপনার কন্যা সন্তান কন্যাশ্রী পাচ্ছে। বেকার যুবকেরা পাচ্ছেন যুবশ্রী। পাহাড়-জঙ্গলে ফিরেছে শান্তি। আপনার সন্তান পেয়েছে সবুজসাথী’র সাইকেল। রাজ্যে ৪০টি নতুন কলেজ হয়েছে। পরিকাঠামোগত ভাবে স্বাস্থ্য কেন্দ্রগুলির  উন্নতি হয়েছে। রাজ্যে কমেছে শিশু মৃত্যুর হার। বাংলায় বনধ-ধর্মঘট নিষিদ্ধ হয়েছে। এই ভাবে প্রায় ২০টি জনকল্যাণমূলক উন্নয়নের বিষয় রয়েছে তালিকায়। বিবরণীর শেষে স্পষ্টভাবেই তৃণমূল কংগ্রেসের উপরে আস্থা রাখার আহ্বান জানানো হয়েছে। সেই বার্তাই এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজে। শাসকদলের কর্মী সমর্থকদের প্রচেষ্টায় শেয়ারও হচ্ছে। ইতিমধ্যেই প্রায় ভাইরালের চেহারা নিয়েছে তৃণমূল কংগ্রেসের এই উন্নয়নমূলক বার্তা।

[আলিপুরদুয়ারে সিপিএম নেতাকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ