Advertisement
Advertisement
covid cases

রাজ্যে আরও কমল COVID পজিটিভিটি রেট, তবে চিন্তায় রাখছে এই পাঁচ জেলা

একদিনে ভাইরাসের বলি ১২ জন।

West Bengal reports 675 new covid cases in last 24 hours | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:August 8, 2021 6:29 pm
  • Updated:August 8, 2021 9:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি মাসেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা। তবে তার মধ্যে খানিকটা হলেও স্বস্তিজনক রাজ্যের করোনা গ্রাফ। ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা। ২৪ ঘণ্টায় ফের কমল আক্রান্তের সংখ্যা। নিম্নমুখী পজিটিভিটি রেটও। এসবের মধ্যে অবশ্য চিন্তায় রাখছে পাঁচটি জেলা। দার্জিলিং, জলপাইগুড়ি, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং কলকাতা।

রবিবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার (Corona Virus) কবলে পড়েছেন ৬৭৫ জন। এর মধ্যে শহর কলকাতায় (Kolkata) একদিনে আক্রান্ত কমে ৬৮ জন। সংক্রমণের নিরিখে এদিনও অবশ্য ফের তিলোত্তমাকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ৭৭ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিতের সংখ্যা ৩৬। চিন্তায় রাখছে উত্তরের দুই জেলা দার্জিলিং এবং জলপাইগুড়ি। রাজ্যের অন্যতম আকর্ষণীয় পর্যটনস্থল দার্জিলিংয়ে ২৪ ঘণ্টায় ৬৯ জন করোনা পজিটিভ হয়েছেন। জলপাইগুড়িতে আক্রান্ত ৬০ জন। নদিয়ায় একদিনে করোনা আক্রান্ত ৬৩। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫ লক্ষ ৩৩ হাজার ৮০৩ জন। পজিটিভিটি রেট কমে হল ১.৪৫ শতাংশ। একদিনে ভাইরাসের বলি ১২ জন। এখনও পর্যন্ত রাজ্যে ১৮ হাজার ২২৯ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ।

Advertisement

[আরও পড়ুন: জাতীয়তাবাদে জোর? প্রথা বদলে Independence Day-তে আলিমুদ্দিনে উড়বে তেরঙ্গা]

তবে করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে আশার আলো দেখাচ্ছেন কোভিডজয়ীরাই। গত ২৪ ঘণ্টাতেই যেমন সুস্থ হয়ে উঠেছেন ৭৬৩ জন। এ নিয়ে মোট ১৫ লক্ষ ৫ হাজার ৮৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.১৩ শতাংশ। প্রত্যাশামতোই প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ১০ হাজার ৪৮৫ জন। করোনা রোগী চিহ্নিত করতে চলছে টেস্টিংও। রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪৬ হাজার ৫৩০ জনের।

Advertisement

এদিকে, বাংলায় টিকার চাহিদা মেটাতে আজ প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। চিঠিতে তিনি লেখেন, রাজ্যে এখনও প্রায় সাত কোটি মানুষ এখনও ভ্যাকসিন পাননি। তাঁদের টিকাকরণের আওতায় আনতে পর্যাপ্ত ভ্যাকসিন পাঠানো হোক। 

[আরও পড়ুন: চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ, দেহ নিয়ে বিক্ষোভ পরিবারের, অগ্নিগর্ভ মালদহ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ