সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি বাড়াল রাজ্য সরকার। আগামী ২০ জুন থেকে ৩০ জুন প্রাথমিক স্কুলগুলিতে ছুটির কথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। বেসরকারি স্কুল কর্তৃপক্ষকেও ছুটি দেওয়ার জন্য আবেদন জানান পার্থ চট্টোপাধ্যায়।
[ পাঁচ বছরের মামলার জট কাটিয়ে দুই বর্ধমানে প্রশাসনিক পদে নিয়োগ শুরু ]
ক্যালেন্ডার বলছে এটা আষাঢ় মাস। কিন্তু আষাঢ়েও তীব্র গরম। রাজ্যে ঢুকেও থমকে গিয়েছে মৌসুমী বায়ু। এখনই নিম্নচাপেরও কোনও সম্ভাবনা নেই। পরিবর্তে দক্ষিণবঙ্গে বইছে লু। আগামী আটচল্লিশ ঘণ্টা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। প্রচণ্ড গরমে নাভিশ্বাস রাজ্যবাসীর। তার মধ্যেই মাসখানেকের ছুটির পর খুলেছে স্কুল। অসহ্য গরমে স্কুলে যেতে গিয়ে অসুস্থ হয়ে পড়ার উপক্রম কচিকাঁচাদের। প্রচণ্ড গরমে কার্যত স্কুল করা অসম্ভব হয়ে উঠেছে পড়ুয়াদের। তাই স্কুলে গ্রীষ্মের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সোমবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২০জুন থেকে ৩০জুন পর্যন্ত রাজ্যের প্রাথমিক স্কুলগুলি বন্ধ থাকবে। উঁচু ক্লাসগুলির পড়ুয়াদের গ্রীষ্মের ছুটি বাড়ানো হবে কি না, সে সিদ্ধান্ত নিতে পারবে স্কুল কর্তৃপক্ষ।
[ সিবিআই তদন্তের আরজি, কলকাতা হাই কোর্টের দ্বারস্থ মৃত বিজেপি কর্মীর পরিবার ]
কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বেশ কয়েকটি বেসরকারি স্কুলও রয়েছে। ওই বেসরকারি স্কুলগুলিকেও ছুটি দেওয়ার আবেদন জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রীর ঘোষণায় ছাত্রছাত্রীরা স্বস্তি পেলেও, সুখবর শোনাতে পারেনি হাওয়া অফিস। আগামী আটচল্লিশ ঘণ্টায় রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর।