Advertisement
Advertisement

Breaking News

কবে পঞ্চায়েত ভোট? নয়া নির্ঘণ্ট নিয়ে অব্যাহত জটিলতা

কত দিনের জন্য বাড়ানো হবে মনোনয়ন জমা দেওয়ার দিন?

when the bengal panchayat votes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 20, 2018 7:21 pm
  • Updated:November 12, 2018 5:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে এল পঞ্চায়েত মামলার রায়৷ দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে শুক্রবার সুব্রত তালুকদারের সিঙ্গল বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, নির্বাচন কমিশনের জারি করা ১০ এপ্রিলের বিজ্ঞপ্তি বাতিল৷ একই সঙ্গে মনোনয়নের দিন বাড়ানোর নির্দেশ কলকাতা হাই কোর্টের৷ তবে, মামলার গেরো কাটলেও নতুন করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা৷ কবে প্রকাশিত হবে পরবর্তী নির্বাচনী নির্ঘণ্ট? কত দিনের জন্য বাড়ানো হবে মনোনয়ন জমা দেওয়ার দিন? শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা৷

সপ্তাহ শেষে কলকাতা হাই কোর্টের রায়ে সব পক্ষকে চাঙ্গা দেখালেও নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ ও মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বেশ চিন্তায় বিরোধী শিবির৷ সূত্রের খবর, আদালতের রায় ঘোষণার পর সময় নষ্ট না করে খুব সম্ভবত আগামিকালই নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে৷ কেননা, মনোনয়নের দিন বাড়ানোর জন্য দু’তিন দিন সময় দিতে পারে কমিশন৷ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন থেকে নির্বাচন প্রক্রিয়ার জন্য ২১ দিন হাতে রাখতে হবে কমিশনকে৷ ফলে, আগামিকাল বিজ্ঞপ্তি জারি হলে ভোট গড়াতে পারে মে মাসের দ্বিতীয় সপ্তাহে৷

Advertisement

[বাড়াতে হবে মনোনয়নের দিন, নয়া ভোট নির্ঘণ্ট প্রকাশের নির্দেশ আদালতের]

Advertisement

তবে, রমজানের আগে যেকোনও প্রকারে নির্বাচন শেষ করাতে চাইছে রাজ্য সরকার৷ কেননা, ১৫ মে থেকে রমজান মাস৷ তা শেষ হতে না হতেই বর্ষার মরশুম শুরু৷ ফলে, ভরা বর্ষার মধ্যে নির্বাচন করানো সম্ভব নয়৷ বর্ষার শেষে আগস্টে ভোট গড়ালে বেশ দেরি হয়ে যাবে৷ ফলে, সবদিক বিবেচনা করেই নতুন নির্ঘণ্ট প্রকাশ করতে পারে কমিশন৷

তবে, আগামিকাল নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেলে নতুন করে সমস্যায় পড়বে বিরোধী শিবির৷ মনোনয়ন জমা দেওয়ার দিন দু’তিনের জন্য ধার্য হলে নতুন করে প্রার্থী বন্দোবস্ত করে ভোটে অংশ নেওয়াটা বেশ চাপের হয়ে দাঁড়াবে৷ এক্ষেত্রেও ভোট সন্ত্রাসের আশঙ্কাও প্রবল ভাবে রয়েছে৷ বিরোধীদের আশঙ্কা, নতুন করে মনোনয়ন জমা দিতে গেলে বাধাপ্রাপ্ত হতে পারে বিরোধীরা৷

আদালত সূত্রে খবর, শুক্রবার আদালতে বিরোধীদের তরফে বেশ কিছু দাবি জানানো হয়৷ যেমন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটে করানো, মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় পুলিশি নিরাপত্তা ও রাজ্য নির্বাচন কমিশনের বহিষ্কারের দাবি৷ এর কোনটাই মেনে নেয়নি কমিশন৷ হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ জানিয়ে দিয়েছে, মনোনয়নের দিন বাড়িয়ে নির্বাচন নির্ঘণ্ট প্রকাশ করতে হবে কমিশনকে৷

[দলে আসতে ইচ্ছুক, বিজেপির হয়ে বাংলার ঘরে ঘরে ভোট চাইবেন স্বামী অসীমানন্দ]

হাই কোর্টের তরফে এই রায়কে নিজেদের জয় হিসাবে মেনে নিলেও ভোট সন্ত্রাসের আশঙ্কা পিছু ছাড়ছে না বিরোধীদের৷ মনোনয়নে ফের বাধা দেওয়া হলে আবার আদালতে যাবে বিজেপি। এই রায় তৃণমূলের ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গিয়েছে বলেই দাবি বিজেপির। কমিশনারের পদত্যাগ এখনই চাইছে না বিজেপি। বাবুল সুপ্রিয় বললেন, ‘‘পার্থ চট্টোপাধ্যায় আর কল্যাণ যে বিবৃতি দিচ্ছেন সেটা ভুল ব্যাখ্যা করা হচ্ছে। ক্ষমতার দম্ভের মেঘ মননে পৌঁছে গেলে এরকম হয়।’’ মনোনয়নের ব্যবস্থা হলে সন্ত্রাস বন্ধ হবে কি? প্রশ্ন বিজেপির। হাই কোর্টের অর্ডারের কপি নিয়ে কাল নির্বাচন কমিশনে যাবে বিজেপি। মনোনয়নে বাধা পেলে ফের আদালতের দ্বারস্থ হবে বলেও জানানো হয়েছে৷ এদিন রাজ্যর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘বিরোধীরা ভোট বাতিল করার চেষ্টা করেছিল৷ তা আজ রুখে দেওয়া গিয়েছে৷’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ