BREAKING NEWS

১৭ চৈত্র  ১৪২৯  শনিবার ১ এপ্রিল ২০২৩ 

READ IN APP

Advertisement

দিদির দূতের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি স্ত্রীর, বিচ্ছেদের হুমকি স্বামীর, গোল বেঁধেছে মুর্শিদাবাদে

Published by: Kishore Ghosh |    Posted: January 31, 2023 7:10 pm|    Updated: January 31, 2023 7:10 pm

Wife's picture with Didir Doot on social media, husband threatens of divorce | Sangbad Pratidin

অতুল নাগ, ডোমকল: ‘দিদির দূতের’ (Didir Doot) কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের সঙ্গে ছবি তুলছেন। তারপর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। যা নিয়ে অশান্তি সংসারে। এমন বিতর্ক শোরগোল মুর্শিদাবাদের (Murshidabad) জলঙ্গির কীর্তনীয়া পাড়া গ্রামে। স্থানীয় বাসিন্দা মহিলাদের একাংশের অভিযোগ, সামাজিকমাধ্যমে পর পুরুষের সঙ্গে ছবি দেখে ভিন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিক স্বামী ক্ষেপে উঠছেন। এমনকী সংসার ভাঙার হুমকি দিচ্ছেন। যদিও স্থানীয় তৃণমূল নেতার বক্তব্য, বিষয়টিকে নিয়ে বিরোধীরা অকারণ জলঘোলা করছে।  

গ্রামের এক যুবক ইউসুফ আলি অভিযোগ করেন, “বাড়িতে পুরুষ না থাকার সুযোগ নিয়ে শাসক দলের কর্মীরা আসছেন। মহিলাদের বলছেন, আপনাদের নামে ঘর আছে। পরিচয় পত্র, আঁধার নম্বর দিন। তারপর কী সব লিখে নিচ্ছে। শেষে কাঁচা ঘরের সামনে মহিলাদের সঙ্গে ছবি তুলছেন। পরে তা সামাজিক মাধ্যমে ছেড়ে দিচ্ছেন।” ইউসুফ জানান, গ্রামের পুরুষদের অনেকেই পরিযায়ী শ্রমিক। ভিনরাজ্যে থাকেন। সেখান বসে সোশ্যালমাধ্যমে পরপুরুষের সঙ্গে স্ত্রীর ছবি দেখা ক্ষেপে উঠছে। ঝামেলায় পড়ছে মেয়েরা ।” মিনুয়ারা বিবির বক্তব্য, “স্বামী হুমকি দিয়েছ, যার সঙ্গে ছবি তুলেছো তার ভাত খাও।” একই ধরনের অভিযোগ করেছেন নছিয়া বিবি, সেলিনা বিবিরাও।

[আরও পড়ুন: ‘প্যান্ট খুলে নেবে গ্রামের লোকেরা’, কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে হুমকি তৃণমূল নেতার]

নছিয়া জানান “স্বামী বলেছে, ঘর দেবো বলে যে তোমার ছবি সামাজিকমাধ্যমে ছেড়েছে, তার থেকে, ঘর নিয়ে এসো। নইলে বাড়িতে থাকবে না।” বাড়িতে টাকা পাঠানো বন্ধ করেছে স্বামী। ছেলেমেয়েদের নিয়ে কি করে চলবে, চিন্তায় পড়েছেন নছিয়া। গ্রামবাসীরা এর বিহীত চাইছেন। ইতিমধ্যে জলঙ্গি থানায় অভিযোগ করেছেন তাঁরা। পুলিশ বিষয়টি ক্ষতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। যদিও স্থানীয় তৃণমূল নেতা তথা চোয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের দাবি, অযথা জলঘোলা হচ্ছে।

[আরও পড়ুন: ‘ওদের হৃদয় নেই, বিশ্বভারতীতে যা যা হচ্ছে কাম্য নয়’, ফের উপাচার্যকে নিশানা মুখ্যমন্ত্রীর]

চোয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা যুব তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি রাকিবুল ইসলাম রকি বলেন, “সিপিএম-কংগ্রেস জলঘোলা করছে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে তাঁরা দিদির দূত। বাড়ি বাড়ি গিয়ে তাঁরা জানতে চাইছেন, রাজ্য সরকারের পরিষেবাগুলি স্থানীয়রা পাচ্ছেন কী না। কে কী পাচ্ছেন বা পাচ্ছন না, সেই তথ্য দলের একটি অ্যাপে আপলোড করা হচ্ছে। যার মাধ্যমে জানা যাচ্ছে ওই কর্মীরা প্রত্যেক বাড়িতে গিয়ে ঠিক ভাবে সাধারণ মানুষের সুবিধা-অসুবিধার খোঁজ নিচ্ছেন কি না।” রাকিবুল বলেন, “বিরোধীদের হাতে গোনা কয়েকজন জলঘোলা করছে। কর্মীরা যা করছে তাতে দোষ দেখছি না।”  

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে