Advertisement
Advertisement

Breaking News

রাম নবমীতে অস্ত্র মিছিল হবে, মুখ্যমন্ত্রীর কড়া বার্তা সত্ত্বেও অনড় দিলীপ

অশান্তির আশঙ্কায় সতর্ক প্রশাসন।

Will celebrate Ram Nabami with arms rally, says Dilip Ghosh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 21, 2018 8:32 am
  • Updated:August 7, 2019 2:40 pm

স্টাফ রিপোর্টার: রাম নবমীতে পরম্পরা মেনেই অস্ত্র মিছিল হবে। মঙ্গলবার একথা সাফ জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন হাওড়ায় দলের জেলা কমিটির এক বৈঠকে যোগ দিতে গিয়েই তিনি একথা জানান। বলেন, “প্রশাসন তাদের কাজ করবে। বিজেপি রামচন্দ্রের জন্মতিথি পালন করবে। অস্ত্র মিছিল করবে।” অস্ত্র মিছিলে আগেই নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য প্রশাসন। অস্ত্র নিয়ে মিছিল নয় বলে আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদও জানিয়ে দিয়েছে। তখন বিজেপির রাজ্য সভাপতি পরম্পরা মেনে অস্ত্র নিয়ে মিছিলের পক্ষে সওয়াল করায় প্রশ্ন দলের মধ্যেও। বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্যের পর রাম নবমীর দিন অশান্তির আশঙ্কা করছে প্রশাসন।

প্রসঙ্গত, গত বছর রাম নবমীতে রাজ্য জুড়ে বিজেপির সশস্ত্র মিছিলকে ঘিরে বিস্তর জলঘোলা হয়েছিল। খড়গপুরে অস্ত্র হাতে মিছিলে হেঁটেছিলেন স্থানীয় বিধায়ক ও বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছিল পুলিশ। তবে এবার রাম নবমীতে রাজ্যে অশান্তি রুখতে মঙ্গলবারই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির গুড়াপে প্রশাসনিক বৈঠকে তিনি বলেন, অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। পুলিশকে নজর রাখতে হবে। মহাবীর জয়ন্তীর দিন অবশ্য বিকেল ৫টার পর মিছিল করা যাবে বলে জানান মুখ্যমন্ত্রী।

Advertisement

[রাম নবমীতে অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর]

Advertisement

এদিকে, রাম নবমী নিয়ে এবার গেরুয়া শিবির যে কোমর বেঁধেই নামছে তা অনেক আগে থেকেই পরিষ্কার হয়ে গিয়েছিল। রাম নবমীর দিন বিজেপির শীর্ষ নেতারা কোথায় কোথায় দায়িত্বে থাকবেন তা রীতিমতো ভাগ করে দিয়েছে সংঘ পরিবার। এটা এবারই প্রথম। আরএসএসও চাইছে পঞ্চায়েত নির্বাচনের আগে রাম নবমীর হাওয়াকে আরও বেশি করে কাজে লাগাক বিজেপি। নদিয়ায় রাহুল সিনহা থাকছেন। লকেট চট্টোপাধ্যায়কে রামপুরহাটের দায়িত্ব দেওয়া হয়েছে। নিজের বিধানসভা কেন্দ্র খড়গপুরে থাকছেন দিলীপ ঘোষ।

রোহিঙ্গা ইস্যুতে রাজ্য সরকারের বিরোধিতা করে এবার পথে নামছে বিজেপি। ২৩ মার্চ রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির সামনে অবস্থান কর্মসূচি নিয়েছে দলের যুব ও মহিলা মোর্চা।

[পালে হাওয়া টানতে রাম নবমীই হাতিয়ার বঙ্গ বিজেপির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ