Advertisement
Advertisement
Panihati

খাটের তলায় পড়ে স্ত্রীর হাতের শিরা কাটা দেহ, সন্তানকে নিয়ে পলাতক স্বামী, পানিহাটিতে চাঞ্চল্য

তদন্ত শুরু হয়েছে।

Woman found dead in room, Husband fugitive in Panihati

প্রতীকী ছবি।

Published by: Paramita Paul
  • Posted:July 6, 2025 2:13 pm
  • Updated:July 6, 2025 2:13 pm  

অর্ণব দাস, বারাকপুর: ফের খুন পানিহাটিতে। স্ত্রীকে খুন করে পলাতক স্বামী। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পানিহাটি পুরসভার ২৭ নম্বর ওয়ার্ড আজাদ হিন্দ নগর এলাকায়। পরিবারের তরফে স্বামী সুকান্ত নাথের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ঘোলা থানায়। তদন্ত শুরু হয়েছে।

Advertisement

মৃতের নাম প্রিয়াঙ্কা নাথ। স্বামী সুকান্ত ও আট বছরের সন্তানের সঙ্গে গত কয়েক বছর ধরে আজাদ হিন্দ নগরে থাকতেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে পরিবারের সদস্যরা বারবার ফোন করেও প্রিয়াঙ্কাকে পায়নি। তাঁদের সন্দেহ হওয়ায় তৎক্ষণাৎ পরিবারের একজন প্রিয়াঙ্কার আজাদিননগরের বাড়িতে আসেন। এসে দেখেন, ঘর তালা বন্ধ। সন্দেহ পৌঁছয় আরও দানা বাঁধে। এরপর পাড়া-প্রতিবেশীদের ডেকে সবাই মিলে ঘরের দরজা ভেঙে ঢুকে দেখতে পায় খাটের তলায় পড়ে রয়েছে প্রিয়াঙ্কার নিথর দেহ। হাতের দু’টি শিরা কাটা। ঘরে নেই প্রিয়াঙ্কার স্বামী সুকান্ত নাথ ও তার ছেলে।

এরপর খবর দেওয়া হয় ঘোলা থানার পুলিশকে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তারা। পরিবারের লোকের অনুমান,স্ত্রীকে খুন করে এলাকা থেকে চম্পট দিয়েছে স্বামী সুকান্ত। পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী ও ৮ বছরের সন্তানের জন্য তল্লাশি অভিযানে ঘোলা থানার বিশাল পুলিশ বাহিনী।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement