সুব্রত বিশ্বাস: লোকাল ট্রেনে পাথর হামলার ঘটনা। রাতের ট্রেনে দুষ্কৃতীদের ছোঁড়া পাথরে জানলার কাচ ভেঙে মাথা ফাটল মহিলা যাত্রীর। হুগলির মগরা স্টেশনের এই ঘটনায় রক্তাক্ত যাত্রী সোমবার অভিযোগ করেন। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে মগরার আরপিএফ পোস্ট। এই ঘটনায় ফের লোকাল ট্রেনে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল।
ট্রেনে পাথর হামলার ঘটনা এই প্রথম নয়। ‘বন্দে ভারতে’র মতো ট্রেন বা সম্প্রতি কুম্ভগামী ট্রেনেও এভাবে আক্রমণ হয়েছে। এবার একই হামলা চলল লোকাল ট্রেনেও। জানালার কাচ ভেঙে আঘাত লাগল মহিলা যাত্রীর কপালে। সোশাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন পূজা জানা নামে এক যাত্রী। তাতে দেখা যাচ্ছে, জানালার কাচ ভেঙে চুরচুর হয়ে গিয়েছে, ছড়িয়েছিটিয়ে পড়ে রয়েছে ট্রেনের সিটের উপর। অভিযোগকারী পূজা জানিয়েছেন, রবিবার রাতে বর্ধমানের মানকুণ্ডু থেকে আপ বর্ধমান লোকালে উঠেছিলেন হুগলির মগরা যাওয়ার জন্য। সেটাই ছিল শেষ লোকাল। তাঁর সঙ্গে আরও কয়েকজন ছিলেন। ব্যান্ডেল স্টেশন ছেড়ে যখন ট্রেনটি সপ্তগ্রাম স্টেশনে ঢুকছে, ঠিক তখনই একটা জোরে শব্দ হয়। পূজার অভিযোগ, কেউ বা কারা ওই ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ে। তিনি তা দেখতে পাননি। তবে তিনি জানালার পাশে বসে থাকায় পাথরের আঘাতে কাচ ভেঙে তাঁর মাথায় লাগে। রক্তাক্ত হন তিনি। তবে গায়ে সোয়েটার থাকায় শরীরে চোট লাগেনি বলে জানান পূজা।
সোমবার মগরা স্টেশনে এসে আরপিএফ-কে বিষয়টি জানান তিনি। এরপর আরপিএফ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। ইন্সপেক্টর সঞ্জয় দাস জানান, ব্যান্ডেল ছাড়ার পরে এই ঘটনা। ঘটনাস্থলে পরের দিন গিয়ে কাউকে পাওয়া যায়নি। অভিযোগকারী জানান, ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের সঙ্গে যুক্ত থাকায় মাঝেমধ্যেই বেশি রাতে বাড়ি ফিরতে হয়। তাই ট্রেনে এই ধরনের ঘটনা ঘটলে, সেটা খুব ভয়ের। শিয়ালদহ শাখায় এভাবে লোকাল ট্রেনে পাথর ছোড়ার ঘটনা আগে বেশ কয়েকবার হয়েছে। তবে হাওড়া ডিভিশনে এটা বিচ্ছিন্ন ঘটনা বলেই দাবি রেলের। সঠিক তদন্ত ও যাত্রী নিরাপত্তার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.